স্টাফ রিপোর্টার: দিনে ডাকাতি। ইংল্যান্ডের কাছে হেরে ইউরো কাপের (Euro Cup 2024) যাত্রা শেষ হওয়াকে এভাবেই ব্যাখ্যা করছে নেদারল্যান্ডস। তাদের দাবি, হেরি কেনদের কাছে নয়, কমলা জার্সিধারীরা হেরেছে রেফারির কাছে।
তবে আর পাঁচটা ম্যাচের বাজে রেফারিংয়ের সঙ্গে এই ম্যাচের তুলনা করছে না রুদ গুলিটের দেশ। তারা হাতিয়ার করছে ২০ বছর আগের এক ঘটনার সঙ্গে। যেখানে জার্মান রেফারি ফেলিক্স জায়েরের (Felix Zwayer) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। ৩০০ ইউরোর বদলে ম্যাচে পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফেলিক্সকে ছ’ মাস নির্বাসিতও করে জার্মান ফুটবল ফেডারেশন। সেই ফেলিক্সের বিরুদ্ধেই আবার ‘পক্ষপাতমূলক’ রেফারিংয়ের অভিযোগ ওঠা শুরু হয়ে গেল।
[আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরে ‘গুরু’ গম্ভীরের প্রথম পরীক্ষা, কবে মাঠে নামছে টিম ইন্ডিয়া?]
ম্যাচ শেষের পর কেটে গিয়েছে প্রায় গোটা একটা দিন। তবু যেন পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারছে না নেদারল্যান্ডস (Netherlands)। ম্যাচ শেষের পর ফেলিক্সের সঙ্গে কথা বলতে ছুটে গিয়েছিলেন ডাচ অধিনায়ক ভ্যান ডাইক। তাঁকে এড়াতে ছুটে পালিয়ে যান রেফারি। সেই ঘটনার কথা টেনে ক্ষুব্ধ ডাইক বলেছেন, “সত্যের মোকাবিলা করার ক্ষমতা যে ওর নেই, তা স্পষ্ট হয়ে যায় এর ফলে। কী বলব বুঝতে পারছি না। বুকের ভিতরে যেন রক্তক্ষরণ হচ্ছে।”
[আরও পড়ুন: আমেরিকাকে অগ্রাহ্য করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব! ভারতকে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি ওয়াশিংটনের]
কোচ রোনাল্ড কোম্যানের মতে, “শট কম্পলিট হয়ে যাওয়ার পর সংঘর্ষ হয়েছিল। এভাবে চলতে থাকলে খেলাটা শেষ হয়ে যাবে।” ইংল্যান্ড অবশ্য এসব নিয়ে চিন্তিত নয়। গ্যারেথ সাউথগেটের দল আপাতত ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত।