জমজমাট পরিসমাপ্তি ভদ্রেশ্বর গোল্ড কাপের। শেষদিনে মাতিয়ে দিলেন বাইচুং-ব্যারেটোরা। সোমবার বর্ধমানে লালবাবা রাইস আয়োজিত ভদ্রেশ্বর গোল্ড কাপের ফাইনালের আগে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তনীরা। সেই ম্যাচ শেষ হল টাইব্রেকারে। পরে মূল টুর্নামেন্টের ফাইনালে জেতে রেলওয়ে।
এবার দ্বিতীয় মরশুমে পা দিল ভদ্রেশ্বর গোল্ড কাপ। গত বছরের ডিসেম্বর মাসে বেশ ধুমধাম করে থিম সং, লোগো ও ম্যাসকট উন্মোচিত হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নেয় কালীঘাট মিলন সংঘ, কলকাতার রেলওয়ে এফসি, গোয়ার চার্চিল ব্রাদার্স, ওড়িশা এফসি, সিএজি দিল্লি ও বর্ধমানের রাজনন্দিনী ফুটবল ক্লাবের মতো দলগুলি। ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্টটি চলে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মতিথিতেই অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ফাইনাল।
ভদ্রেশ্বর গোল্ড কাপ চ্যাম্পিয়ন রেলওয়ে। নিজস্ব চিত্র
তার আগে ছিল বিরাট চমক। ফাইনালের আগে মুখোমুখি হয় মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তনীরা। সেখানে ছিল চাঁদের হাট। লাল-হলুদ জার্সিতে ম্যাজিক দেখালেন 'পাহাড়ি বিছে' বাইচুং। সঙ্গ দিলেন অর্ণব মণ্ডব, আলভিটো ডি'কুনহা, সুলে মুসা, সৌমিক দে'রা। অন্যদিকে সবুজ-মেরুনের হয়ে ফের সাম্বার ঝলক দেখালেন জোসে ব্যারেটো। সেই দলে ছিলেন সুব্রত পাল, মেহরাজউদ্দিন ওয়াডু, রহিম নবি, অসীম বিশ্বাস প্রমুখ। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র থাকায় শেষে টাইব্রেকার হয়। সেখানে জেতেন বাইচুংরা।
ভদ্রেশ্বর গোল্ড কাপের সমাপ্তি অনুষ্ঠানের ডার্বিতে জয়ী বাইচুংরা। নিজস্ব চিত্র
তার পরে ছিল রুদ্ধশ্বাস ফাইনাল। লালবাবা রাইসের উদ্যোগে ভদ্রেশ্বর গোল্ড কাপের ফাইনাল ম্যাচ ছিল রেলওয়ে ফুটবল ক্লাব বনাম ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওড়িশা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় রেলওয়ে। এই টুর্নামেন্টের প্রথম দিন থেকে দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ফাইনালেও অসংখ্য দর্শক হাজির হয়েছিলেন।
ভদ্রেশ্বর গোল্ড কাপে রানার্স ওড়িশা। নিজস্ব চিত্র
