সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে ফেরার গান গাইল বার্সেলোনা! প্রায় আড়াই বছর পর নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। আর গুনে গুনে ৯০৫ দিন পর ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে ফিরেই অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারালেন লেওয়ানডস্কিরা। এই জয়ের ফলে লা লিগায় রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল বার্সা।
নতুন স্টেডিয়ামে বার্সেলোনার হয়ে প্রথম গোল করে ইতিহাসে জায়গা করে নিলেন পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কি। জোড়া গোল করেন ফেরান তোরেস। চতুর্থ গোল ফের্মিন লোপেজের। নবনির্মিত মাঠের দর্শকাসন ৯৯ হাজার থেকে বেড়ে হয়েছে ১.৫ লক্ষ। সেখানে প্রিয় দলের খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সমর্থক। তাঁদের তো পুরো পয়সা উসুল।
খেলা শুরুর চার মিনিটের মধ্যেই লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় বার্সা। পোলিশ তারকার নিচু শটে পরাস্ত হন বিপক্ষ গোলকিপার। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে (৪৫+৩) গোল করেন তোরেস। দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটেই মধ্যেই ফের গোল। স্কোর শিটে অবদান রাখেন লোপেজ। ম্যাচের একেবারে অন্তিম সময়ে বিলবাওয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তোরেস।
বিলবাওকে হারিয়ে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল বার্সা। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তারা অবশ্য এক ম্যাচ কম খেললেও পয়েন্ট বার্সালোনার সমান। প্রায় ৪৫ হাজার দর্শকের সামনে উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছেন বার্সা ফুটবলাররা। নবনির্মিত মাঠে তাদের পুরনো নায়ক লিওনেল মেসির নামেও স্লোগান দিতে শোনা যায় সমর্থকদের। সব মিলিয়ে আবেগঘন পরিবেশের মধ্যেই বিপক্ষকে নিয়ে গোল উৎসবে মেতে উঠল বার্সেলোনা।
