shono
Advertisement
FIFA

মেলেনি নোবেল, ট্রাম্পের মন খারাপ কমাতে এবার শান্তি পুরস্কার দেবে ফিফা?

শান্তি প্রতিষ্ঠার জন্য যাঁরা অনবদ্য পদক্ষেপ করেছেন তাঁদের পুরস্কার দেবে ফিফা।
Published By: Anwesha AdhikaryPosted: 02:19 PM Nov 07, 2025Updated: 02:55 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু চেষ্টা করেও নোবেল শান্তি পুরস্কার পাননি ডোনাল্ড ট্রাম্প। তবে এবার শান্তির জন্য অন্য এক পুরস্কার পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেই পুরস্কারের নেপথ্যে রয়েছে ফিফা। আগামী বছর মার্কিন মুলুকে ফুটবল বিশ্বকাপের আসর বসবে। মেগা টুর্নামেন্টের আগেই নতুন পুরস্কার চালু করবে বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা। সেই পুরস্কার পাওয়ার দৌড়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন ট্রাম্প, এমনটাই মত বিশ্লেষকমহলের।

Advertisement

চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল ইজরায়েল-পাকিস্তানের মতো একাধিক দেশ। কিন্তু শেষ পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী দলনেতা মারিয়া করিনা মাচাদো। তারপরেই সূত্র মারফত জানা যাচ্ছে, ফিফার তরফে এক নতুন পুরস্কার চালু করা হচ্ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য যাঁরা অনবদ্য পদক্ষেপ করেছেন, অসাধারণ অবদান রেখেছেন, তাঁদের পুরস্কৃত করা হবে। প্রত্যেক বছর এই পুরস্কার দেবে ফিফা। ফুটবল দুনিয়ার বাইরের ব্যক্তিত্বকেও পুরস্কার দেওয়া হবে।

সূত্র মারফত এই খবর ছড়াতেই জল্পনা শুরু হয়, এবার তাহলে ট্রাম্পের হাতেই নতুন পুরস্কার তুলে দেবে ফিফা। দিনকয়েক আগেই ওভাল অফিসে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। সেখানে মজার ছলে বিশ্বকাপ ট্রফি নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন ট্রাম্প। তারপর থেকে জিয়ান্নির সঙ্গে ট্রাম্পের সখ্যতা বেড়েছে। এহেন পরিস্থিতিতে বুধবার একই অনুষ্ঠানে বক্তৃতা দেন দু'জনে। তারপরেই ফিফার নতুন পুরস্কারের ঘোষণা।

উল্লেখ্য, চলতি বছরের নোবেল পুরস্কার যখন ট্রাম্পের হাতছাড়া হয়, তখন ইনস্টাগ্রামে ফিফা প্রেসিডেন্ট লিখেছিলেন যে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্ট। নতুন পুরস্কার ঘোষণা হওয়ার পরে জিয়ান্নিকে প্রশ্ন করা হয়, এই পুরস্কার কি ট্রাম্পকে দেওয়া হবে? রহস্য জিইয়ে রেখে ফিফা প্রেসিডেন্ট বলেন, ৫ ডিসেম্বর সব উত্তর মিলবে। উল্লেখ্য, আগামী বিশ্বকাপের ড্র ওইদিনই ঘোষণা হবে। সেখান থেকেই ফিফার শান্তি পুরস্কারপ্রাপকের নামও জানা যাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল ইজরায়েল-পাকিস্তানের মতো একাধিক দেশ।
  • সূত্র মারফত এই খবর ছড়াতেই জল্পনা শুরু হয়, এবার তাহলে ট্রাম্পের হাতেই নতুন পুরস্কার তুলে দেবে ফিফা।
  • চলতি বছরের নোবেল পুরস্কার যখন ট্রাম্পের হাতছাড়া হয়, তখন ইনস্টাগ্রামে ফিফা প্রেসিডেন্ট লিখেছিলেন যে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্ট।
Advertisement