স্টাফ রিপোর্টার: কলকাতা ময়দানে গড়াপেটার অভিযোগে এবার গ্রেপ্তার ফুটবল কর্তা! জানা গিয়েছে, কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাবের এক কর্তাকে রবিবার ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য়। দীর্ঘক্ষণ জেরা করে রবিবার সন্ধেয় ওই কর্তাকে গ্রেপ্তার করা হয়। গড়াপেটায় আরেক অভিযুক্তকেও একই সঙ্গে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
ধৃতদের নাম যথাক্রমে আকাশ দাস এবং রাহুল সাহা। পুলিশের তরফে বলা হয়েছে, অর্থের বিনিময়ে কলকাতার একাধিক ফুটবল ম্যাচ গড়াপেটা করেছেন দুই অভিযুক্ত। এমনকি প্রযুক্তিরও অপব্যবহার করেছেন তাঁর। তাই ভারতীয় ন্যায় সংহিতা এবং আইটি অ্যাক্টের নানা ধারায় বেলঘরিয়া থানায় গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে। ম্যাচ গড়াপেটা নিয়ে এখনও তদন্ত করছে পুলিশ।
ফুটবলমহল সূত্রে জানা গিয়েছে, কলকাতার এক শতাব্দীপ্রাচীন ক্লাবের দলগঠনের দায়িত্বে ছিলেন আকাশ। মূলত অর্থাভাবের জন্যই ক্লাবকর্তারা আকাশের হাতে দল গড়ার ভার দেন। গত তিন বছর ধরে আকাশই ওই দল গঠন করছেন। কিন্তু সংশ্লিষ্ট ক্লাবের অন্যান্য কর্তাদের মতে, গত তিনমাস ধরে রাহুলের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই। গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্ত রাহুল সম্পর্কে অবশ্য বিস্তারিত তথ্য মেলেনি।
চলতি বছরই কলকাতা লিগ চলাকালীন খিদিরপুর ও মেসারার্সের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ ওঠে। খিদিরপুরের ফুটবলার অভিক গুহ এবং মেসারার্সের দুই ফুবলার মুসলিম মোল্লা ও সান্নিক মুর্মুর বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছে। আইএফএ যে গড়াপেটা বিরোধী এজেন্সির সঙ্গে কাজ করে, তাদের তরফেই এই তিন ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। পুলিশের হাতে গড়াপেটার তদন্তভার তুলে দেওয়া হয়। দিনকয়েক আগে আইএফএর শীর্ষকর্তাদের সঙ্গে পুলিশের আলোচনা হয়। সেখানেই পুলিশের তরফে জানানো হয়, গড়াপেটা সংক্রান্ত বেশ কিছু তথ্য মিলেছে। তারপরেই জোড়া গ্রেপ্তারি।
