shono
Advertisement
Alok Mukherjee

আত্মজীবনী উদ্বোধনে চোখের জলে ভাসলেন অলোক মুখোপাধ্যায়, 'ফুটবলারদের আদর্শ', বলছেন বাইচুং

ভারতের প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়ের আত্মজীবনীর নাম ‘লাল কার্ডের বাইরে’।
Published By: Arpan DasPosted: 08:06 PM Jan 11, 2026Updated: 08:12 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইড ব্যাকের মতো গুরুত্বপূর্ণ পজিশনে খেলেছেন। প্রতিপক্ষকে রোখার পাশাপাশি আক্রমণে ওঠা। তিন প্রধানের জার্সির সম্মান রেখেছেন। কিন্তু দীর্ঘ ফুটবল জীবনে কখনও লাল কার্ড দেখেননি তিনি। ভারতের প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়ের আত্মজীবনী গ্রন্থের নামও ‘লাল কার্ডের বাইরে’।

Advertisement

রবিবার, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে প্রকাশিত হল অলোক মুখোপাধ্যায়ের আত্মজীবনী ‘লাল কার্ডের বাইরে’। নিজের জীবনী প্রকাশের ভিড়ে ঠাসা অনুষ্ঠানে এসে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি। প্রাক্তন ফুটবলার বলেন, "এত মানুষের ভালোবাসা এখন দুই মলাটে। আজ মনে হচ্ছে, সত্যিই ফুটবলার হিসেবে হয়তো কিছু করতে পেরেছি।" দীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির লেখক ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়।

রবিবার, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে বই প্রকাশের অনুষ্ঠান। নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ পাঁজি, দীপেন্দু বিশ্বাস, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বাইচুং ভুটিয়া। ছিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। প্রত্যেকের গলাতে ছিল একটাই সুর। যার মূল বক্তব্য, "পিকে বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি কোচ যাঁকে একশো বছরের সেরা টিমে রেখে গিয়েছেন, তাঁর আত্মজীবনী সবার কাছে আদর্শ হওয়া উচিত।"

রবিবার, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে বই প্রকাশের অনুষ্ঠান। নিজস্ব চিত্র

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অলোক মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় লাল হলুদ জার্সি। মোহনবাগান সবুজ-মেরুন উত্তরীয় দিয়ে সম্মান জানায়। দুই ক্লাবের হয়েই প্রতিনিধিত্ব করেছেন তিনি। বাইচুং ভুটিয়াও বলে যান, "অলোকদার কোচিংয়ে আমি দেশের হয়ে ফুটবল জীবনের সেরা পাঁচটা বছর কাটিয়েছি। অলোকদা শুধু বড় ফুটবলার নন, ভদ্র মানুষও। তাঁর আত্মজীবনী ভবিষ্যৎ ফুটবলারদের কাছে আদর্শ হয়ে উঠুক।"

রবিবার, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে বই প্রকাশের অনুষ্ঠান। নিজস্ব চিত্র

রবিবার, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে বই প্রকাশের অনুষ্ঠান। নিজস্ব চিত্র

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাইড ব্যাকের মতো গুরুত্বপূর্ণ পজিশনে খেলেছেন। প্রতিপক্ষকে রোখার পাশাপাশি আক্রমণে ওঠা।
  • তিন প্রধানের জার্সির সম্মান রেখেছেন। কিন্তু দীর্ঘ ফুটবল জীবনে কখনও লাল কার্ড দেখেননি তিনি।
  • কিন্তু দীর্ঘ ফুটবল জীবনে কখনও লাল কার্ড দেখেননি তিনি।
Advertisement