shono
Advertisement

Breaking News

FIFA World Cup 2026

৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপ, শুক্রবার কোন পদ্ধতিতে হবে ড্র? জেনে নিন খুঁটিনাটি

আয়োজক দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাকে রাখা হয়েছে সর্বোচ্চ পটে।
Published By: Subhajit MandalPosted: 08:09 PM Dec 04, 2025Updated: 08:11 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার ফিফা বিশ্বকাপ হতে চলেছে ৪৮ দেশের। দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও। এতদিন ৩২ দলের বিশ্বকাপে হত ৬৪ ম্যাচ। এবার সেখানে আয়োজিত হবে ৮০ ম্যাচ। ৪৮টি দেশকে ১২টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেই গ্রুপ বিন্যাস শুক্রবার।

Advertisement

কীভাবে হবে গ্রুপের বিন্যাস?
বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে ফিফা। মোট ৪টি আলাদা আলাদা পটে দলগুলিকে রেখে গ্রুপ ভাগ করা হবে। ইতিমধ্যেই ৪২টি দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করছে। ৬টি দলকে এখনও বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে খেলতে হবে। সেই ৬টি দলের স্লট ধরে নিয়েই গ্রুপ বিন্যাস করা হচ্ছে। প্রতিটি পট থেকে প্রতি গ্রুপে একটি করে দেশ খেলবে। তবে একাধিক শর্ত রয়েছে। একটি গ্রুপে ইউরোপের দুটির বেশি দেশ থাকা চলবে না। আবার এক গ্রুপে অন্যান্য কোনও মহাদেশের একের বেশি দল থাকা চলবে না। প্রতি পটে দলগুলিকে সাজানো হবে ফিফা ক্রমতালিকার ভিত্তিতে।

কোন পটে কোন দেশ:
প্রথম পট
স্পেন (১), আর্জেন্টিনা (২), ফ্রান্স (৩), ইংল্যান্ড (৪), ব্রাজিল (৫), পর্তুগাল (৬), নেদারল্যান্ডস (৭), বেলজিয়াম (৮), জার্মানি (৯), মার্কিন যুক্তরাষ্ট্র (১৪), মেক্সিকো (১৫), কানাডা (২৭)

দ্বিতীয় পট
ক্রোয়েশিয়া (১০), মরক্কো (১১), কলম্বিয়া (১৩), উরুগুয়ে (১৬), সুইজারল্যান্ড (১৭), জাপান (১৮), সেনেগাল (১৯), ইরান (২০), দক্ষিণ কোরিয়া (২২), ইকুয়েডর (২৩), অস্ট্রিয়া (২৪), অস্ট্রেলিয়া (২৬)

তৃতীয় পট
নরওয়ে (২৯), পানামা (৩০), মিশর (৩৪), আলজেরিয়া (৩৫), স্কটল্যান্ড (৩৬), প্যারাগুয়ে (৩৯), তিউনিশিয়া (৪০), আইভরি কোস্ট (৪২), উজবেকিস্তান (৬০), কাতার (৫১), সৌদি আরব (৬০), দক্ষিণ আফ্রিকা (৬১)।
চতুর্থ পট
জর্ডন (৬৬), কেপ ভার্দে (৬৮), ঘানা (৭২), কুরাও (৮২), হাইতি (৮৪), নিউজিল্যান্ড (৮৬), উয়েফা প্লে অফ এ, উয়েফা প্লেঅফ বি, উয়েফা প্লেঅফ সি, উয়েফা প্লেঅফ ডি, ফিফা প্লেঅফ ১, ফিফা প্লেঅফ ২


আয়োজক দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাকে রাখা হয়েছে সর্বোচ্চ পটে। ফিফা ক্রমতালিকায় প্রথম চারে থাকা দেশ স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডকে আলাদা আলাদা গ্রুপে রাখা হবে। এবং এমনভাবে বিন্যাস করা হবে যাতে এই দলগুলি সেমিফাইনালে ওঠার আগে একে অপরের মুখোমুখি হবে না। ১২টি গ্রুপে খেলা হবে রাউন্ড রবিন লিগ হিসাবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল এবং সেরা ৮টি তৃতীয় স্থানে থাকা দল যাবে পরের রাউন্ডে। সব মিলিয়ে ৩২টি দেশ খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকেই শুরু হবে নক আউট পর্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমবার ফিফা বিশ্বকাপ হতে চলেছে ৪৮ দেশের।
  • দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও।
  • এবার সেখানে আয়োজিত হবে ৮০ ম্যাচ।
Advertisement