সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগে ছুটছে হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সের জয়রথ। কোপা টাইগার্স বীরভূমকে ৩-০ গোলে হারাল জোসে ব্যারেটোর দল। আর সেই সঙ্গে জেএইচআর রয়্যাল সিটিকে টপকে চলে এল শীর্ষে। অন্যদিকে বিএসএলে এখনও জয় অধরা কোপা টাইগার্সের।
জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ছিল রয়্যাল সিটি। বৃহস্পতিবার ম্যাচ হেরে সুন্দরবন শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছিল সুন্দররবন বেঙ্গল অটো। কিন্তু ব্যারেটোর দল সেই ভুলটা করেনি। আগের ম্যাচে এফসি মেদিনীপুরকে ৫-০ গোলে হারানোর পর এদিন শৈলেন মান্না স্টেডিয়ামে কোপা টাইগার্স বীরভূমকে ৩-০ গোলে হারাল তারা।
প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু ম্যাচের একেবারে শেষ কোয়ার্টারে জ্বলে ওঠে হাওড়া হুগলি। ৭৪ মিনিটে প্রথম গোল করেন ফৈয়াজ, ৭৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আদর্শ তামাং। আর নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ৩-০ করেন জিয়াবুল। ম্যাচের সেরা হন আদর্শ। এখনও পর্যন্ত কোনও ম্যাচে জিততে পারেনি কোপা টাইগার্স বীরভূম।
৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে হাওড়া হুগলি। দ্বিতীয় স্থানে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ৯ ম্যাচে সুন্দরবনের ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ চব্বিশ পরগনা। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চমে বর্ধমান। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ছয়ে নর্থবেঙ্গল। এরপর রয়েছে এফসি মেদিনীপুর। তাদের পয়েন্ট ৯ ম্যাচে ৮। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
