বুধবার বেঙ্গল সুপার লিগে দেখা গেল সেয়ানে সেয়ানে ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল জেএইচআর রয়্যাল সিটি এফসি এবং হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এফসি। ম্যাচটি ১-১ গোলে শেষ হলেও শীর্ষে থাকল হাওড়া-হুগলি।
গত ম্যাচে কোপা টাইগার্স বীরভূমকে ৪-০ গোলে হারিয়েছিল জোসে ব্যারেটোর দল। অন্যদিকে, সুন্দরবন বেঙ্গল অটো এফসি'র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল রয়্যাল সিটি। এই ম্যাচে জয়ের লক্ষ্যে মরিয়া থাকা দুই দল আক্রমণাত্মক শুরু করে। ৭ মিনিটে পেনাল্টি থেকে হাওড়া-হুগলিকে এগিয়ে দেন ব্রাজিলীয় স্ট্রাইকার পাওলো।
হাল ছাড়েনি রয়্যাল সিটিও। পাল্টা আক্রমণে ৩৫ মিনিটে জোটার গোলে সমতায় ফেরে তারা। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে টানটান লড়াই দেখা গেল। দু'টি দলই দুর্ধর্ষ ফুটবল উপহার দেয়। তবে কোনও ফুটবলারই কাঙ্ক্ষিত গোলটি করতে পারেননি। শেষ পর্যন্ত স্কোর লাইন থাকল ১-১। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়ল দুই দল।
এই মুহূর্তে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে হাওড়া হুগলি। দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২০। অন্যদিকে, ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জেএইচআর রয়্যাল সিটি। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ নর্থ ২৪ পরগনা। পাঁচে রয়েছে বর্ধমান ব্লাস্টার্স। ১০ ম্যাচে তারা ১৪ পয়েন্টে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। এরপর ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
