সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। মঙ্গলবার এফসি মেদিনীপুরকে ৫-০ গোলে হারাল হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স। যার সুবাদে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল জোসে ব্যারেটোর টিম। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। লিগ শীর্ষে থাকা জেএইচআর রয়্যাল সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।
বেঙ্গল সুপার লিগে শুরুটা ভালো হয়েছিল ব্যারেটোর দলের। কিন্তু মাঝে ছন্দপতন ঘটে। বর্ধমান ব্লাস্টার্সের সঙ্গে হারের পর জেএইচআর রয়্যাল সিটির সঙ্গে ড্র করে। কিন্তু একেই বলে কামব্যাক। একেবারে পাঁচ গোলে জয়ের সরণিতে ফিরল হাওড়া-হুগলি। অরবিন্দ স্টেডিয়ামে এফসি মেদিনীপুর কার্যত একতরফা ভাবে হারল। তবে বল পজিশন সমান-সমান ছিল। কিন্তু গোলমুখী শটে অনেকটাই এগিয়ে ছিল হাওড়া-হুগলি। তারা গোলে শট মেরেছে ৭টা, তার মধ্যে ৫টাই গোল। অন্যদিকে মেদিনীপুরের শট ছিল মাত্র একটি।
১৬ মিনিটে প্রথম গোল করেন কৌস্তভ। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান পাউলো। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ২-০ গোলে। ৬১ মিনিটে তৃতীয় গোলটি করেন আজহার। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কৌস্তভ। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেদিনীপুরের কফিনে শেষ পেরেকটি পোঁতেন শুভ্রদীপ।
৮ ম্যাচে সুন্দরবনের পয়েন্ট ১৬ নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল হাওড়া-হুগলি সুন্দরবন। তৃতীয় স্থানে থাকা সুন্দরবনের পয়েন্ট ১৬। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নর্থ ২৪ পরগনা। ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বর্ধমান। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে নর্থবেঙ্গল। এরপর রয়েছে এফসি মেদিনীপুর। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ৮। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
