যুবভারতীতে মেসির ইভেন্টে বিশৃঙ্খলার জেরে এবার কপাল পুড়তে চলছে চার রেফারির। ১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অল স্টারের মধ্যেকার ম্যাচ খেলানো চার রেফারিকেই নির্বাসিত করল আইএফএ। সেই সঙ্গে শাস্তির মুখে পড়তে হল ম্যাচ কমিশনারকেও। ওই ম্যাচের জন্য রেফারিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রাক্তন ফুটবলার তথা ডালহৌসির কোচ সুপ্রিয় দাশগুপ্ত। তাঁকেও তলব করেছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা।
গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ওইদিন যুবভারতীতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। মোহনবাগান মেসি অলস্টার এবং ডায়মন্ড হারবার মেসি অল স্টারের মধ্যেকার ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রোহন দাশগুপ্ত, দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্কর। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওই ম্যাচ খেলানোর জন্য তাঁরা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা এবং রেফারি সংস্থার (CRA) কাছ থেকে কোনও অনুমতি নেননি।
মঙ্গলবার ওই চার রেফারিকেই তলব করা হয়। নীলরতন সরকার ছাড়া বাকিরা মঙ্গলবার হাজিরা দেন। শুনানিতে তিনজনই দোষ স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। বুধবার হাজিরা দেন নীলরতন সরকার ও ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী। তাঁদের বক্তব্য শোনার পর আইএফএ’র শৃঙ্খলারক্ষা কমিটি চারজনকেই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। (১ বছরের জন্য নির্বাসনে পাঠানো হচ্ছে রেফারি রোহন দাশগুপ্তকে। তিন সহকারী রেফারি দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্করকে ৬ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীও ৬ মাসের জন্য নির্বাসিত।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, নির্বাসন চলাকালীন আইএফএ পরিচালিত কোনও ম্যাচের সঙ্গে এঁরা যুক্ত থাকতে পারবেন না। এমনকী সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও বিষয়টি জানানো হবে। তিনি আরও জানান, প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্তই এই রেফারিদের সঙ্গে ওই ম্যাচ খেলানোর জন্য যোগাযোগ করেন। গত কলকাতা লিগে তিনি ডালহৌসির কোচ ছিলেন। তাই তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
