shono
Advertisement
SAFF U-19 Championships

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন ভারত, রুদ্ধশ্বাস ফাইনালে পরাস্ত বাংলাদেশ

হাড্ডাহাড্ডি একটা ফাইনাল দেখল ফুটবলপ্রেমীরা।
Published By: Prasenjit DuttaPosted: 09:14 PM May 18, 2025Updated: 02:00 PM May 19, 2025

ভারত: ১ (সিঙ্গামায়ুম)
বাংলাদেশ: ১ (জয় আহমেদ)
টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়ী ভারত।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইনাল হবে এমনই। যেখানে লড়াই থাকবে সেয়ানে সেয়ানে। আর তেমনই একটা ম্যাচ অরুণাচলের ইটানগরের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে উপস্থিত থাকা দর্শকরা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন। রবিবাসরীয় সন্ধ্যায় রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ হয়েছে ভারত। 

ঘরের মাঠের দর্শকদের সামনে দুর্দান্ত শুরু করে ভারত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অধিনায়ক সিঙ্গামায়ুম শামির অনবদ্য ফ্রি-কিক থেকে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। এরপর তুল্যমূল্য লড়াইয়ে ভারতই এগিয়ে থাকে। প্রায় সমস্ত বিভাগেই 'ব্লু টাইগার'রা বাংলাদেশকে টেক্কা দেয়। ১৬ মিনিটে ওমাং ডোডাম বাঁ-দিক থেকে দুর্দান্ত আক্রমণে উঠে আসেন। বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে বিপদ বাড়ত পড়শি দেশের। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত। 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। ৬১ মিনিটে মহম্মদ জয় আহমেদ বাংলাদেশকে সমতায় ফেরান। যদিও গোল হজম করে ভারতীয় যুবরা উজ্জীবিত ফুটবল খেলার চেষ্টা করেন। মুহুর্মুহু আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখছিল ভারত। ৯০-৯৫ মিনিটের মধ্যে অন্তত দু-গোলে এগিয়ে যেতে পারত ভারত। এরমধ্যে ৯৪ মিনিটে একটা গোল লাইন সেভও হয়। নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল ১-১।

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম তিনটি শটে গোল করতে কোনও ভুল করেননি বাংলাদেশি ফুটবলাররা। যদিও এর পরের দু'টি শটে গোল হয়নি। এরমধ্যে একটা শট পোস্টের উপর দিয়ে চলে যায়। অন্য শটটি অনবদ্য সেভ করেন ভারতীয় গোলরক্ষক সুরজ সিং। ভারত দ্বিতীয় শট মিস করলেও বাকি চারটি শটে গোল করে চ্যাম্পিয়ন হয়। টাইব্রেকারের ফলাফল ছিল ভারতের পক্ষে ৪-৩। এভাবেই ট্রফি পুনরুদ্ধার করল ভারত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্টেডিয়ামে উপস্থিত থাকা দর্শকরা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন।
  • রবিবাসরীয় সন্ধ্যায় রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ হয়েছে ভারত। 
  • ঘরের মাঠের দর্শকদের সামনে দুর্দান্ত শুরু করে ভারত।
Advertisement