shono
Advertisement
Indian Football

ফিফার ক্রমতালিকায় ১২৭ নম্বরে, ফুটবলে দুর্দশা ঘোচাতে মেগা টুর্নামেন্ট আয়োজনের আশায় ভারত

এশিয়ার বৃহত্তম টুর্নামেন্ট আয়োজনের জন্য দরপত্র তুলল ভারত।
Published By: Prasenjit DuttaPosted: 04:58 PM Apr 11, 2025Updated: 04:58 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩১ সালে এশিয়ান কাপ আয়োজন করতে চলেছে ভারত? সূক্ষ্ম হলেও তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, এই প্রতিযোগিতা আয়োজন করতে চায় ভারত। এশিয়ান ফুটবল কনফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথাই জানিয়েছে। জানা গিয়েছে, সৌদি আরব বিড তুলে নিয়েছে। যদিও দেশটি কেন নাম প্রত্যাহার করে নিয়েছে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি। সেই জায়গায় ভারত দরপত্র জমা দিয়েছে।

Advertisement

এই বিড প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৪ সালের ২৭ নভেম্বর। বিড জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। ভারত ছাড়াও এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী আরও অনেকগুলি দেশ দরপত্র জমা দিয়েছে। এএফসি সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম আল খলিফা দেশগুলির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "এবার আমরা রেকর্ড সংখ্যক বিড পেয়েছি। এশিয়ান কাপ আয়োজনের ব্যাপারে যে আগ্রহ দেখছি তা অভূতপূর্ব। দেশগুলির ইচ্ছার প্রতি শ্রদ্ধা রইল।" 

তাঁর সংযোজন, "এই প্রতিযোগিতা এশিয়ার অন্যতম সেরা। এএফসির নির্বাহী কমিটির পক্ষ থেকে সমস্ত সদস্য দেশকে ধন্যবাদ। তারাই তো আমাদের শক্তি। তাদের কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পাই।"

২০৩১ সালের এএফসি এশিয়ান কাপের জন্য দরপত্র জমা দিয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কোরিয়া, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান যুগ্মভাবে। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। তাই আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনে অভিজ্ঞতা রয়েছে। সেটা খানিকটা হলেও অ্যাডভান্টেজ দেবে ভারতকে। ফিফার ক্রমতালিকায় ভারত এখন ১২৭ নম্বরে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশীয় ফুটবলে দুর্দশা ঘোচাতে মেগা টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে ভারত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০৩১ সালে এশিয়ান কাপ আয়োজন করতে চলেছে ভারত?
  • সূক্ষ্ম হলেও তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে।
  • এই প্রতিযোগিতা আয়োজন করতে চায় ভারত।
Advertisement