shono
Advertisement
Cristiano Ronaldo

ভারতীয় বংশোদ্ভূতের এআই সংস্থায় বিনিয়োগ 'গোট' রোনাল্ডোর, বিশেষ চমক সিআর৭ ভক্তদের জন্য

কী বলছেন রোনাল্ডো?
Published By: Arpan DasPosted: 02:15 PM Dec 05, 2025Updated: 03:42 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলের সঙ্গে মিলে গেল এআই। আর সেটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাত ধরে। ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ অরবিন্দ শ্রীনিবাসের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থার নতুন বিনিয়োগকারী সিআর৭। এই অপ্রত্যাশিত গাঁটছড়ায় চমকে উঠেছে নেটদুনিয়া। অরবিন্দের সংস্থার তরফ থেকে রোনাল্ডোকে 'গোট' বা সর্বকালের সেরা ফুটবলার সম্বোধনের পাশাপাশি চমক রাখা হচ্ছে ভক্তদের জন্য।

Advertisement

ফুটবল দুনিয়ায় উন্নতির জন্য এআইয়ের ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু অরবিন্দের ক্ষেত্রে বিষয়টা যেন উলটো। রোনাল্ডোকে দেখেই তিনি বরং এআই সংস্থা 'পারপ্লেক্সিটি'কে আরও উন্নত করার কথা ভেবেছেন। ঐতিহাসিক চুক্তির পর সোশাল মিডিয়ায় রোনাল্ডোর সঙ্গে ছবি দিয়েছেন প্রযুক্তিবিদ ধনকুবের। সেখানে অরবিন্দ লিখেছেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিনিয়োগকারী হিসেবে পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিনি যে সর্বকালের সেরা ফুটবলার, তার কারণ তাঁর নিরলস প্রচেষ্টা এবং নতুন প্রযুক্তির প্রতি তাঁর আগ্রহের মাধ্যমে নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। আমরা একসঙ্গে পারপ্লেক্সিটিকে প্রশ্নোত্তরের সেরা মাধ্যম করে তুলব।'

অন্যদিকে পর্তুগিজ কিংবদন্তি নিজে বলছেন, 'আমার কেরিয়ারের সব সাফল্য এসেছে, নিজেকে আরও ভালো করার তাগিদ থেকে। আমি কাল যা ছিলাম, আজ তার থেকে ভালো হব, এটাই আমার প্রচেষ্টা।' সেই সুরে অরবিন্দও বলছেন, 'রোনাল্ডোর আবেগ ও উদ্যম আমাকে বহু যুগ ধরে অনুপ্রাণিত করেছে।' সিআর৭ ভক্তদের জন্য বিশেষ চমক থাকছে পারপ্লেক্সিটিতে। রোনাল্ডোর যত রেকর্ড, সাফল্য, ট্রফি সব কিছুর খতিয়ান পেয়ে যাবেন হাতের মুঠোয়। পাশাপাশি 'রোনাল্ডো হাব'-এ থাকবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ীর জীবনের বিরল ছবি। ভক্তরা তাঁকে প্রশ্নও করতে পারবেন।

পারপ্লেক্সিটির তরফ থেকে সোশাল মিডিয়ায় যে ভিডিও দেওয়া হয়েছে, তা দেখে অভিভূত নেটিজেনরা। যেখানে দেখা যায়, দুই খুদে ভক্ত রোনাল্ডোর জীবনের সেরা মুহূর্ত বা ট্রফিজয়ের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করছে। এবং সব শেষে সেই বিখ্যাত সেলিব্রেশন- সিউউউউ। যা দেখে এক ব্যক্তি ওই সেলিব্রেশনের মাধ্যমে পারপ্লেক্সিটিকে জিজ্ঞেস করে রোনাল্ডো সম্পর্কে জানতে পারে। আর সব শেষে তাঁর ইচ্ছা কীভাবে রোনাল্ডোর মতো বাইসাইকেল কিক মারা যায়। রোনাল্ডো সম্পর্কে যাবতীয় তথ্য এবার এআইয়ে পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফুটবলের সঙ্গে মিলে গেল এআই। আর সেটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাত ধরে।
  • ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ অরবিন্দ শ্রীনিবাসের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থার নতুন বিনিয়োগকারী সিআর৭।
  • এই অপ্রত্যাশিত গাঁটছড়ায় চমকে উঠেছে নেটদুনিয়া।
Advertisement