shono
Advertisement
Mohun Bagan

বসন্তের বাগানে উৎসবের আমেজ, অভিনব টিফোয় যুবভারতী ভরালেন সবুজ-মেরুন সমর্থকরা

শনিবারের যুবভারতীতে বেশ কয়েকটি আনেন টিফো এনেছেন মোহনবাগান সমর্থকরা।
Published By: Subhajit MandalPosted: 08:34 PM Mar 08, 2025Updated: 09:55 PM Mar 08, 2025

প্রসূন বিশ্বাস: যে দিকে নজর যায় শুধু সবুজ-মেরুন রং। যতদূর কান যায় শুধু একটাই শব্ধব্রহ্ম, 'জয় মোহনবাগান'। শনিবাসরীয় যুবভারতী মেতে এক অনন্য উৎসবে। যে উৎসবের বাঁধভাঙা আবেগ আর নিয়ন্ত্রণহীন উচ্ছ্বাসে মেতে হাজার হাজার মোহনজনতা। সঙ্গে ফুটবলারদের জন্য বিশেষ বার্তাবহ টিফো। যে টিফোর অভিনবত্বও চোখ জুড়িয়ে দেয়।

Advertisement

শনিবারের যুবভারতীতে বেশ কয়েকটি আনেন টিফো এনেছেন মোহনবাগান সমর্থকরা। যার কোনওটাতে স্মরণ করা হয়েছে ক্লাবকে দেশের সেরা লিগ এনে দেওয়া সব অধিনায়ককে। কোনওটাতে ধন্যবাদ দেওয়া হয়েছে চলতি মরশুমে অভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা মোহনবাগানের রক্ষণকে। আবার কোনওটাতে সম্মান জানানো হয়েছে দলের আক্রমণভাগের ফুটবলারদের। কোনও টিফোয় আবার প্রতিপক্ষের উদ্দেশে বার্তা, আমরাই দেশের সেরা। দ্বিতীয় স্থানের জন্য খেলো তোমরা।

সবুজ-মেরুন সমর্থকদের আনা টিফোয় সবচেয়ে চমকপ্রদভাবে সম্মান জানানো হয়েছে অধিনায়ক শুভাশিস বসুকে। এমনকী শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রীকেও আলাদা করে ভালোবাসা দেখিয়েছেন মোহনবাগান সমর্থকরা। আলাদা করে সম্মান জানানো হয়েছে চলতি মরশুমের ডিফেন্ডারদের। দিমিত্রি পেত্রাতোসকেও আলাদা করে সম্মান জানিয়েছেন সমর্থকরা।

চলতি বছর মোহনবাগান সমর্থকদের একাধিক টিফোতে অভিনবত্বের ছোঁয়া দেখা গিয়েছে। গত ২৭ জানুয়ারি যুবভারতীতে বিশ্বের সবচেয়ে বড় হাতে আঁকা টিফো নিয়ে মাঠে যান সমর্থকরা। ক্লাব সভাপতি টুটু বোসের কৃতিত্বকে স্বীকৃতি দিয়েও অতীতে টিফো দেখা গিয়েছে যুবভারতীতে। শুধু টিফো নয়, চলতি বছর যুবভারতীতে মোহনবাগান ম্যাচগুলিতে দর্শক সংখ্যাও চমক দেওয়ার মতো। শনিবারের ম্যাচেও কানায় কানায় দর্শক ভরে গিয়েছে।

ছবি: অমিত মৌলিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবারের যুবভারতীতে বেশ কয়েকটি নজরকাড়া টিফো এনেছেন মোহনবাগান সমর্থকরা।
  • যার কোনওটাতে স্মরণ করা হয়েছে ক্লাবকে দেশের সেরা লিগ এনে দেওয়া সব অধিনায়ককে।
  • কোনওটাতে ধন্যবাদ দেওয়া হয়েছে চলতি মরশুমে অভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা মোহনবাগানের রক্ষণকে।
Advertisement