সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু এফসি'কে হারিয়ে আইএসএল কাপ (ISL Cup Final) চ্যাম্পিয়ন হল মোহনবাগান (Mohun Bagan) । মোলিনার দলের সাফল্যে আনন্দে উদ্বেল সবুজ-মেরুন জনতা। যুবভারতীতে ম্যাকলারেনরা নিয়ে এলেন স্বপ্নের রাত। লিগ শিল্ডের পর আইএসএল কাপও চ্যাম্পিয়ন হল তারা। মোহনবাগানের জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee) ।

এক্স হ্যান্ডলে তিনি (CM Mamata Banerjee) লিখেছেন, 'বাংলার দল মোহনবাগানের (Mohun Bagan) জন্য আমরা গর্বিত। ফের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন। তোমাদের এই জয়কে কুর্নিশ। আমরা তোমাদের জন্য গর্বিত।' অন্যদিকে মোহনবাগানের সাফল্যে বার্তা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'বাংলার ফুটবলপ্রেমীদের জন্য এক অপূর্ব রাত। রুদ্ধশ্বাস ম্যাচে (ISL Cup Final) বেঙ্গালুরুকে হারাল মোহনবাগান। সবুজ-মেরুন ফুটবলারদের হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। ঐতিহাসিক জয়ের জন্য কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট ও যারা দলের সঙ্গে যুক্ত ছিলেন, সকলকে শুভেচ্ছা। আপনারা বাংলার লক্ষ লক্ষ সমর্থকদের চিরকালীন আনন্দ করার মতো এক রাত উপহার দিলেন।'
মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছেন সবুজ-তোতা জোসে হোসে ব্যারেটোও। ফেসবুকে সমর্থকদের জিবলি ছবি দিয়ে লিখেছেন, 'এবার দ্বিমুকুট জয়। জয় মোহনবাগান।'