স্টাফ রিপোর্টার : হতশ্রী ডিফেন্স। এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট। চোট সমস্যা। কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন।
অক্টোবর মাসটার শুরুতেও আইএসএলে মোহনবাগানের অবস্থা ছিল বেশ নড়বড়ে। কিন্তু মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে দুরন্ত জয়েই বদলে গিয়েছে ছবিটা। এখন রীতিমতো অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছেন জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টরা। টানা দু’টো ডার্বি জয়ের পর বুধবার রাতে হায়দরাবাদ এফসি-কেও হারিয়েছেন তাঁরা। আর তিন ম্যাচেই পুরো পয়েন্ট এসেছে ক্লিনশিট রেখে। যে তথ্য মোহনবাগানের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ লিগের প্রথম তিন ম্যাচে ৭ গোল খেয়েছিলেন শুভাশিস বসুরা। ফলে টানা তিন ম্যাচ ক্নিনশিট রাখতে পেরে বাড়তি খুশি মোহনবাগান কোচ জোসে মোলিনা। ম্যাচ জিতে বলছিলেন, “গোল না খেয়েই আমরা টানা ম্যাচ জিতছি। সেটা ইতিবাচক দিক। সেজন্য আমি আরও বেশি খুশি। হায়দরাবাদ শুরু থেকে আমাদের চাপে ফেলতে চেয়েছিল। তবে ডিফেন্ডাররা সেই চাপ সামাল দিয়েছে সফলভাবে।”
এমনিতে এসিএল ২-র সূচি অনুযায়ী আইএসএলে মোহনবাগানের ম্যাচ দেওয়া হয়েছিল। তবে সেই প্রতিযোগিতার ম্যাচ না থাকায় এখন আইএসএলে দু’টো ম্যাচের মাঝে অনেকটাই সময় পেয়ে যাচ্ছেন কোচ মোলিনা। এই বিরতিতে দলের ভুলভ্রান্তি শুধরে নিতে সাহায্য করছে তাঁকে। তবে দলকে পর্যাপ্ত বিশ্রামও দিতে চাইছেন তিনি। তাই বুধবারের ম্যাচের পর দলকে তিনদিনের ছুটি দিয়েছেন সবুজ-মেরুন হেডস্যর। ফলে রবিবার থেকে ফের অনুশীলনে নামবেন জেসন কামিংসরা। তাঁদের পরবর্তী ম্যাচ ১০ নভেম্বর, ওড়িশা এফসি-র বিরুদ্ধে।
জয়ের হ্যাটট্রিকে ফুরফুরে মেজাজ মোহনবাগানে, স্টুয়ার্টদের তিনদিন ছুটি দিলেন কোচ মোলিনা
মোহনবাগানের পরবর্তী ম্যাচ ১০ নভেম্বর, ওড়িশা এফসি-র বিরুদ্ধে।Published By: Arpan DasPosted: 04:22 PM Nov 01, 2024Updated: 04:22 PM Nov 01, 2024
Advertisement
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
হাইলাইটস
Highlights Heading- অক্টোবর মাসটার শুরুতেও আইএসএলে মোহনবাগানের অবস্থা ছিল বেশ নড়বড়ে।
- কিন্তু মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে দুরন্ত জয়েই বদলে গিয়েছে ছবিটা।
- এখন রীতিমতো অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছেন জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টরা।
Advertisement