shono
Advertisement
Mohun Bagan

ভরা যুবভারতীতে লিগ শিল্ড জয়ের অপেক্ষা! ওড়িশা বধ করেই ভারতসেরা হতে চায় মোহনবাগান

পুরো দলে ভারসাম্য থাকায় লিগ শিল্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে মোহনবাগান, জানালেন কোচ মোলিনা।
Published By: Arpan DasPosted: 11:11 AM Feb 23, 2025Updated: 11:11 AM Feb 23, 2025

স্টাফ রিপোর্টার: শনিবার এফসি গোয়া-কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে গেলে রবিবার ওড়িশা এফসি ম্যাচে নামার আগেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত মোহনবাগান। কিন্তু সেই ম্যাচে ২-০ গোলে ম্যাচ জিতে লিগ শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রাখলেন আর্মান্দো সাদিকুরা। সেক্ষেত্রে রবিবার যুবভারতীতে ওড়িশা ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন জেমি ম্যাকলারেনরা। গোয়া-কেরালা ম্যাচ নিয়ে শনিবার বিকেলে আগ্রহ দেখালেন না জোসে মোলিনার ছেলেরা। বরং ঘরের মাঠে ওড়িশা বধ করেই লিগ শিল্ড জয়ের আনন্দ উপভোগ করতে চাইছেন তাঁরা। এদিন সন্ধ্যা পর্যন্ত রবিবারের ম্যাচের ৫৯ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। একান্তই যদি অল্প কিছু টিকিট থেকে যায়, তাহলে যুবভারতীতে ম্যাচের দিন সকালে পাওয়া যাবে।

Advertisement

কিন্তু শনিবার রাতে কি আদৌ গোয়া-কেরালা ম্যাচে চোখ রাখেননি কোচ ফুটবলাররা? বিকেলে মোহনবাগান কোচ মোলিনা জানিয়ে যান, প্রথমার্ধ দেখার সম্ভাবনা থাকলেও দ্বিতীয়ার্ধ দেখার অবকাশ নেই। তখন তাঁরা নৈশভোজ সারবেন। যতবার এফসি গোয়া প্রসঙ্গ উঠল ততবারই মোলিনা বলে গেলেন, শনিবার গোয়া ম্যাচের ফলের দিকে না তাকিয়ে তাঁদের লক্ষ্য ওড়িশা বধ। গোয়া কী ফল করছে, তা নিয়ে আগ্রহ নেই।

বরং প্রতিপক্ষ নিয়ে কথা বললেন অনেক বেশি। সের্জিও লোবেরার দলের সম্পর্কে ধারণা রয়েছে মোলিনার। বললেন, "ওদের ফর্মেশন থেকে শুরু করে সব কিছু সম্পর্কেই একটা ধারণা রয়েছে। যা থাকা খুব জরুরি।" এ মুহূর্তে মোহনবাগান ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে রয়েছে। শনিবার রাতে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতে ৪২ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। দুই দলেরই এখনও তিনটে করে ম্যাচ বাকি। এমন পরিস্থিতিতে যদি রবিবার ম্যাকলারেনরা জিতে যান, তাহলে গোয়ার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মোহনবাগান। তাই রীতিমতো ফুরফুরে মেজাজে রয়েছেন জেসন কামিংসরা। চোট-আঘাত থেকে অনেকটাই সেরে উঠেছেন অনিরুদ্ধ থাপা, আশিস রাই, মনবীররা। একমাত্র চোটের তালিকায় থাকা সাহাল আব্দুল সামাদ রবিবার থাকবেন না।

এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ক্লিনশিট বিশাল কাইথের। ওড়িশা ম্যাচে নামার আগে শুধু দলের ডিফেন্ডারদের প্রশংসা করলেন না মোলিনা। সঙ্গে বললেন যে, পুরো দলে ভারসাম্য থাকায় লিগ শিল্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে তাঁরা। তিনি বলেন, "ক্লিনশিট ম্যাচ জিততে হয়তো সাহায্য করছে। কিন্তু ভাবুন এই ম্যাচগুলোতে গোল খেলাম না, আবার একইভাবে গোলও করতে পারলাম না। তাহলে সেই পয়েন্ট নিয়ে কি প্লে অফে যাওয়া যেত?" মোহনবাগানে যখন উৎসবের পরিবেশ তখন প্রতিপক্ষ ওড়িশা এফসি ছেড়ে চলে গেলেন আহমেদ জাহু। ক্লাবকে না বলে জাহুর এভাবে চলে যাওয়াকে চুক্তিভঙ্গ হিসাবে দেখছে ওড়িশা। এদিকে, এদিন দুই তরুণ ফুটবলার রাজদীপ পাল ও প্রেম হাঁসদাকে বয়স ভিত্তিক লিগে দারুণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করল মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার এফসি গোয়া-কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে গেলে রবিবার ওড়িশা এফসি ম্যাচে নামার আগেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত মোহনবাগান।
  • কিন্তু সেই ম্যাচে ২-০ গোলে ম্যাচ জিতে লিগ শিল্ড জয়ের আশা বাঁচিয়ে রাখলেন আর্মান্দো সাদিকুরা।
  • সেক্ষেত্রে রবিবার যুবভারতীতে ওড়িশা ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন জেমি ম্যাকলারেনরা।
Advertisement