সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে আইএসএল নিয়ে যাবতীয় জট কাটার ইঙ্গিত। মঙ্গলবার খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেই বৈঠকেই আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। তারপরই ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়ে দিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে। ১৪টি দলই তাতে অংশ নেবে।
মঙ্গলবারের বৈঠক শেষে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়ে দিয়েছেন, "আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএসএল শুরু হবে। ১৪টি দলই খেলতে রাজি হয়েছে। এই লিগ থেকে আবারও আমরা বড় বড় ফুটবলার পাব বলেই আশা করা যায়।" তবে ক্রীড়ামন্ত্রী ঘোষণা করলেও একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে লিগ ঘিরে।
জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকে ক্লাবগুলির কাছে আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও তাতে আর্থিক সমস্যা পুরোপুরি মেটার কোনও দিশা দেখাতে পারেনি ফেডারেশন। ওই প্রস্তাবে বলা হয়েছে, প্রতিটি দল প্রত্যেক দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ম্যাচগুলি হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। তারপর আগের মতোই নকআউট। অর্থাৎ প্রত্যেক ক্লাবকে কিছু হোম ম্যাচ খেলবে, কিছু অ্যাওয়ে ম্যাচ খেলবে। ক্লাবগুলিই ঠিক করবে কোন ম্যাচ তাঁরা হোম এবং কোন ম্যাচ অ্যাওয়ে খেলতে চায়। এদিন ক্লাবগুলিকে এই প্রস্তাব একপ্রকার মেনে নিতে বাধ্য করা হয়েছে। কিছু কিছু ক্লাব প্রস্তাব নিয়ে আলোচনার সময় চেয়েছিল। কিন্তু ক্রীড়ামন্ত্রী সাফ জানিয়ে দেন, যা সিদ্ধান্ত নেওয়ার তৎক্ষণাৎ নিতে হবে। জানা গিয়েছে, লিগ আয়োজনের মোট খরচ ঠিক করা হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। এর মধ্যে এআইএফএফ দেবে ৯ কোটি ৭৭ লক্ষ টাকা। বাকি টাকা ক্লাবগুলি দেবে। লিগের স্বার্থে প্রতিটি ক্লাবই ফ্র্যাঞ্চাইজি ফি হিসাবে ১ কোটি টাকার কিছু বেশি দিতে রাজি হয়েছে। সেই সঙ্গে হোম ম্যাচের খরচও তারা চালাবে।
কিন্তু এখনও যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হল, এই লিগের কমার্সিয়াল পার্টনার কে হবে? বা লিগ সম্প্রচার কারা করবে? জানা গিয়েছে, ফেডারেশন স্পনসরের জন্য নতুন করে টেন্ডার ডাকতে চলেছে। সেটার জন্য আগের টেন্ডারে কিছু শর্ত শিথিল করা হচ্ছে। যার জন্য আবার সুপ্রিম কোর্টের অনুমতি প্রয়োজন। সব ঠিক থাকলে বুধবারই শীর্ষ আদালতে টেন্ডারের শর্ত শিথিল করার আবেদন করা হবে। এবং আগামী ১০ জানুয়ারি নতুন করে টেন্ডার ডাকা হবে। সমস্যা হল, আগের বার এই টেন্ডার ডাকার পরও কোনও সংস্থা আগ্রহ দেখায়নি। এবারও দেখাবে তাঁর কোনও নিশ্চয়তা নেই। তবে মনে করা হচ্ছে সরকার যেহেতু সহায়, তাই এবার কমার্সিয়াল পার্টনার পেতে সমস্যা হওয়ার কথা নয়। তবে আপাতত স্পনসরের ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। এদিকে লিগের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল।
