দুলাল দে: এই কিছুদিন আগেই মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে কোটি কোটি টাকা খরচ করেছে জেএসডবলু। আর তারই কর্ণধার পার্থ জিন্দাল, আইএসএলে নিজের দল বেঙ্গালুরু এফসির ফুটবলারদের বেতন হ্রাস করতে চাইছেন এই মরশুমে। ফুটবলকে ঘিরে এই বিপ্রতীপ সিদ্ধান্তে আইএসএলের ফুটবলাররা রীতিমতো সমালোচনা শুরু করেছেন বেঙ্গালুরু কর্ণধারের। মেসির আগমনকে কেন্দ্র করে বিপুল অর্থ খরচ করার সময় বেঙ্গালুরুর কর্ণধার কোনওভাবে কালক্ষেপ করছেন না। কিন্তু আইএসএলে নিজের দলের চুক্তিবদ্ধ ফুটবলারদের বেতন দেওয়ার সময় বার্তা দিচ্ছেন বেতন হ্রাস করা হবে। এতে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট।
মাত্র তিন মাসের লিগে কীভাবে সম্ভব কোটি কোটি টাকা খরচ করা, বুঝে উঠতে পারছেন না আইএসএলের অনেক ক্লাব। ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল হবে। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য আইএসএল শুরুর ঘোষণা করার পর থেকে গত দু'দিন ধরে ক্লাবগুলি নিশ্চুপ হয়ে রয়েছে। মুম্বই, বেঙ্গালুরু, গোয়া, ওড়িশা, চেন্নাই, কেরল ব্লাস্টার্সের মতো ক্লাবগুলি কোনও ফেরতের আশা না রেখেই মাত্র তিন মাসে কোটি কোটি টাকা খরচ করা সম্ভব কি না, ভাবনা চিন্তা করতে শুরু করেছেন। পকেটের টাকা দিয়ে খেলা সম্ভব নয়, এরকম ভাবনা চিন্তা হলেও, খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সামনে খেলতে অস্বীকার করার সাহস কোন ক্লাবের রয়েছে? তার উপর এই মরশুমে যে ক্লাব খেলবে না, সেই ক্লাবকে আই লিগে নামিয়ে এতদিন ধরে কোটি কোটি টাকা খরচ করার পর না খেলে, নেমে যেতে চাইছে না কোনও ক্লাবই। ফলে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েও হয়তো খেলতে বাধ্য হবে ক্লাবরা।
কিন্তু আইএসএল হবে, ক্রীড়ামন্ত্রীর ঘোষণা হয়ে যাওয়ার পরেও লিগের ফরম্যাট ঠিক করতে গত দু'দিন ধরে ক্লাব জোটের কোনও আলোচনাই হয়নি। দেওয়ার কথা বলা হয়েছে। এতদিন ধরে কোটি কোটি টাকা খরচ করার পর না খেলে, নেমে যেতে চাইছে না কোনও ক্লাবই। ফলে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েও হয়তো খেলতে বাধ্য হবে ক্লাবরা। কিন্তু আইএসএল হবে, ক্রীড়ামন্ত্রীর ঘোষণা হয়ে যাওয়ার পরেও লিগের ফরম্যাট ঠিক করতে গত দু'দিন ধরে ক্লাব জোটের কোনও আলোচনাই হয়নি। সব ক্লাবই মোটামুটি ভাবে চুপ রয়েছেন। এরই মধ্যে বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল রীতিমতো বিবৃতি দিয়েছেন, পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তাঁর দলের ফুটবলারদের বেতন হ্রাস করা হবে।
পার্থ জিন্দালের বক্তব্যর পর বেশ কয়েকটি ক্লাব ফুটবলারদের বেতন হ্রাস নিয়ে এরকম ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছে। কিন্তু পার্থ জিন্দালের বক্তব্যে ফুটবলাররা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। কারণ, ফুটবলাররা জেনেছেন, কিছুদিন আগে মেসির ইভেন্টে কোটি কোটি টাকা খরচ করেছে পার্থ জিন্দালের সংস্থা জেএসডব্লু। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, মেসির ইভেন্টে খরচ করা সম্ভব হয়েছে। কিন্তু ঘরের ছেলেদের সময় বেতন কাটার প্রস্তাব আসছে। এটা অনেকেই ভালোভাবে দেখছেন না। কারণ, মোহনবাগান, ইস্টবেঙ্গল কোনও ক্লাবই এখনও পর্যন্ত ফুটবলারদের বেতন কাটার কোনও প্রস্তাব দেয়নি। ফলে বেঙ্গালুরুর কর্ণধারের এই প্রস্তাব ভালোভাবে নিচ্ছেন না ফুটবলাররা।
