shono
Advertisement
Japan

প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন ‘সামুরাই ব্লু এশিয়ান’দের, কাদের হারাল তারা?

আয়োজক দেশগুলি আগেই যোগ্যতা অর্জন করেছিল।
Published By: Prasenjit DuttaPosted: 11:55 AM Mar 21, 2025Updated: 11:55 AM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল উদীয়মান সূর্যের দেশ। বৃহস্পতিবার ঘরের মাঠে বাহরিনকে ২-০ গোলে হারিয়েছে জাপান। এই জয়ের ফলে প্রথম দেশ হিসেবে পরের বছরের বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করল তারা।

Advertisement

২০২৬-এর ১১ জুন থেকে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে ফুটবলের মহাযুদ্ধের আসর। নিয়ম অনুসারে, আয়োজক দেশগুলি আগেই যোগ্যতা অর্জন করেছিল। বাহরিনকে হারানোর পর এবার সেই তালিকায় যোগ জাপানেরও। এদিন ড্র করলেও তারা যোগ্যতা অর্জন করত। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে জাপানি ফুটবলারদের মধ্যে বাড়তি তাগিদ লক্ষ্য করা যায়। ৬৬ মিনিটে দাইচি কামাদার গোলে এগিয়ে যায় জাপান। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে, ৮৭ মিনিটে তাকেফুসা কুবোর গোলে জয় নিশ্চিত হয় ‘সামুরাই ব্লু এশিয়ান’দের। গ্রুপ শীর্ষে রয়েছে তারা।

এই নিয়ে টানা আটবার বিশ্বকাপ খেলবে জাপান। আগামী বিশ্বকাপ হতে চলেছে ৪৮ দলের। জয়ের পর উচ্ছ্বসিত ছিলেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু। তাঁর কথায়, “ফুটবলাররা উজাড় করে দিয়েছে। সমর্থকরাও আমাদের হয়ে গলা ফাটিয়েছে। সবাইকে ধন্যবাদ। লক্ষ্যে স্থির থাকতে পারলে জানতাম গোল আসবেই। বাকি তিনটি ম্যাচেও জেতার চেষ্টা থাকবে।”

অন্যদিকে, বাহরিন কোচ ড্রাগান তালাজিচ জাপানের যোগ্যতা অর্জনে অবাক নন। তিনি বলেন, “জাপানের যোগ্যতা অর্জনে অবাক হওয়ার কিছু নেই। ওরা উচ্চমানের দল। বিশ্বকাপেও দারুণ খেলবে জাপান।” গ্রুপের অন্য একটি ম্যাচে ইন্দোনেশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট এই মুহূর্তে ৭ ম্যাচে ১০। এক পয়েন্ট পিছনেই রয়েছে সৌদি আরব। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কে বিশ্বকাপে যাবে, তা নিয়ে কিন্তু লড়াই তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৬ ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল উদীয়মান সূর্যের দেশ।
  • প্রথম দেশ হিসেবে পরের বছরের বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে তারা।
  • ঘরের মাঠে বাহরিনকে ২-০ গোলে হারিয়েছে জাপান।
Advertisement