shono
Advertisement
Mohun Bagan

মোহনবাগানে মোলিনা বিদায়, নতুন কোচের নামও ঘোষণা করল সবুজ-মেরুন

তাঁর কোচিংয়ে মাসখানেক আগেই আইএফএ শিল্ড জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড।
Published By: Anwesha AdhikaryPosted: 08:04 PM Nov 26, 2025Updated: 08:55 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানে শেষ হোসে মোলিনা যুগ। বুধবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্প্যানিশ হেডস্যরকে। তাঁর কোচিংয়ে মাসখানেক আগেই আইএফএ শিল্ড জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। এছাড়াও আইএসএল কাপ, আইএসএল শিল্ড এসেছে মোলিনার হাত ধরে। তবে আইএসএল নিয়ে তুমুল ডামাডোলের মধ্যেই মোলিনাকে সরিয়ে দিল সবুজ-মেরুন। নতুন কোচ হিসাবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করা হয়েছে। 

Advertisement

আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। দেশের শীর্ষ লিগ নিয়ে চলছে তুমুল ডামাডোল। যেহেতু সুপার কাপ থেকে আগেই বিদায় নিয়েছে মোহনবাগান, তাই গত বেশ কয়েকদিন ধরে অনুশীলন ধরে তাদের অনুশীলন বন্ধ। এহেন পরিস্থিতিতেই ক্লাবকে সাফল্য এনে দেওয়া কোচকে সরিয়ে দিল ম্যানেজমেন্ট। সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, 'হোসে মোলিনার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়েছে, দুপক্ষের সম্মতিতেই। আগামী দিনের জন্য মোলিনাকে অনেক শুভেচ্ছা।'

মোলিনাকে বিদায় জানানোর মাত্র মিনিট দশেকের মধ্যেই মোহনবাগানের নতুন কোচ হিসাবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করা হয় ক্লাবের সোশাল মিডিয়ায়। বুধবার বিকেলেই ওড়িশা এফসি ছাড়েন তিনি। ক্লাবের তরফে জানানো হয়, ‘ওড়িশা এফসি এবং হেডকোচ সার্জিও লোবেরার সম্পর্ক শেষ হয়েছে। উভয়ের পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত। কোচ হিসাবে অবদানের জন্য ক্লাবের তরফে ধন্যবাদ। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা। এই মুহূর্তে আমরা আইএসএল কবে হবে, তা নিয়ে অপেক্ষা করছি। সেই অনুযায়ী নতুন কোচের নামও ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে ওড়িশা এফসিতে যোগ দেন এই স্প্যানিশ কোচ। তাঁর কোচিংয়েই ২০২৪ সালের সুপার কাপের ফাইনালে গিয়েছিল ওড়িশা। যদিও চূড়ান্ত লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় তারা। লোবেরার অধীনে ২০২৩-২৪ আইএসএলে চতুর্থ স্থান অর্জন করে ওড়িশা। তবে গত মরশুমে সাত নম্বরে শেষ করেছিল তারা।

নতুন দায়িত্ব পেয়ে লোবেরা বলেন, "‘মোহনবাগানের দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’’ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্প্যানিশ হেডস্যরকে। তাঁর কোচিংয়ে মাসখানেক আগেই আইএফএ শিল্ড জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড।
  • মোলিনাকে বিদায় জানানোর মাত্র মিনিট দশেকের মধ্যেই মোহনবাগানের নতুন কোচ হিসাবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করা হয় ক্লাবের সোশাল মিডিয়ায়।
  • ২০২৩ সালের মে মাসে ওড়িশা এফসিতে যোগ দেন এই স্প্যানিশ কোচ। তাঁর কোচিংয়েই ২০২৪ সালের সুপার কাপের ফাইনালে গিয়েছিল ওড়িশা।
Advertisement