দুলাল দে: লিগ-শিল্ডের পর আইএসএলের কাপ জয়ের আনন্দে মোহনবাগান সমর্থকরা এখন পাড়ায় পাড়ায় উৎসবে ব্যস্ত। ঠিক তখনই সবুজ-মেরুন সমর্থকদের জন্য আরও একটা সুসংবাদ। আরও এক মরশুমের জন্য মোহনবাগানের কোচ হিসেবে চুক্তিপত্রে সই করে দিয়েছেন জোসে মোলিনা। ফলে পরের মরশুমের দল তৈরি নিয়ে কোচের সঙ্গে আলোচনায় বসতে আর কোনও সমস্যা নেই মোহনবাগান কর্তাদের। পরের মরশুমের জন্য কাদের রাখা হবে আর কাদের ছাড়া হবে, তা কোচের সঙ্গে কথা না বলেই কিছুই ঠিক করতে চাইছেন না কর্তারা। ফলে সুপার কাপ শুরুর আগেই যে কোনও একটা দিন মেলিনার সঙ্গে পরের মরশুমের জন্য ফুটবলারদের তালিকা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বিদেশি ফুটবলারদের নিয়ে।

দারুণ একটা সাফল্যের মরশুম কাটানোর পর মোহনবাগান টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে, ক্লাব চাইছে, অথচ ফুটবলারটি থাকবেন না, এরকম সম্ভাবনা কম রয়েছে। প্রসঙ্গটি এই কারণেই তোলা, দুই বিদেশি ফুটবলার টম এবং গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে এই মরশুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের। গ্রেগ স্টুয়ার্টের বিষয়ে আগেই জানানো হয়েছে, ভারতে খেললে মোহনবাগানেই খেলার ইচ্ছে। আইএসএলের অন্যান্য ক্লাবের প্রস্তাব নিয়ে সেরকম কিছু একটা ভাবছেন না। তবে প্রথম ইচ্ছে, ইংল্যান্ড কিংবা স্কটল্যান্ডের কোনও ক্লাবে খেলা। সেই ভাবনা এখনও কিছুই চূড়ান্ত না হওয়ায় মোহনবাগানের সঙ্গে আলোচনার জায়গাটা খোলা রাখছেন স্টুয়ার্ট। কিন্তু টম কী করবেন? মোহনবাগানের এই ডিফেন্ডাররের কাছে ইতিমধ্যেই আইএসএলের প্রথম সারির তিনটে ক্লাবের ভালো প্রস্তাব রয়েছে। তার অর্থ, টমকে পরের মরশুমে রাখতে হলে বেশ ভালই অর্থ দিতে হবে। যেহেতু অন্য তিনটি ক্লাবের ভালো প্রস্তাব রয়েছে, তাই মোহনবাগানে নিজের আর্থিক দাবি জানাবেন টম।
এমনিতে এই মরশুমের দলটায় বিশেষ কোনও পরিবর্তন আনতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। চাইছে এই মরশুমের দলটাকেই ধরে রাখতে। কিন্তু পরের মরশুমেও গ্রেগ স্টুয়ার্ট কি পুরো নব্বই মিনিট একইভাবে পারফরম্যান্স করে যেতে পারবেন? এই ভাবনাটা মোহনবাগান টিম ম্যানেজমেন্টের মাথাতেও আছে। আর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য দল গঠনের সঙ্গে যুক্ত কর্তারা তাকিয়ে রয়েছেন কোচ মোলিনার দিকে। মোলিনা যদি মনে করেন, গ্রেগ স্টুয়ার্টকে রেখেই দলকে খেলাবেন। কর্তাদের ধারণা, কোচের সম্মতি পেলে মোহনবাগান থেকে যদি প্রস্তাব দেওয়া হয়, গ্রেগ স্টুয়ার্ট কিছুতেই দল ছাড়বেন না। দলে রাখা নিয়ে সমস্যা একমাত্র হতে পারে টমকে কেন্দ্র করে। সেক্ষেত্রে আর্থিক চুক্তির পরিমাণ হয়তো একটু বাড়বে।
কিন্তু কী করবেন দিমিত্রি পেত্রাতোস? মোহনবাগানে এই মুহূর্তে প্রথম দলে সুযোগ পাচ্ছেন না। তবুও দিমিত্রি যে মাপের ফুটবলার, তাতে আইএসএলের অন্য যে কোনও দলে হাসতে হাসতে প্রথম একাদশে খেলবেন। এই অবস্থায় দিমিত্রি নিজেও কি পরের মরশুমে মোহনবাগানে খেলতে চাইবেন? না কি, পরের মরশুমে সবুজ-মেরুন থেকে রিলিজ চাইবেন? দিমিত্রি কী করতে চান সেটা পরের ব্যাপার। মোহনবাগান থেকে অন্তত এই ইস্যুতে সিদ্ধান্ত নেওয়াই আছে, যেহেতু আরও একটা মরশুমের জন্য দিমিত্রি চুক্তিবদ্ধ, তাই ছাড়া হবে না তাঁকে। কোনও কারণে দিমিত্রি নিজে দল ছাড়তে চাইলেও রিলিজ দেবে না মোহনবাগান।