shono
Advertisement
Khalid Jamil

'চাপ ছাড়া কাজ করতে পারি না', এশিয়ান কাপ বাছাই পর্ব নিয়ে আত্মবিশ্বাসী খালিদ, সন্দেশ ফিরছেন?

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ঘরে-বাইরে পরীক্ষা ভারতের।
Published By: Arpan DasPosted: 09:01 PM Sep 19, 2025Updated: 09:01 PM Sep 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাফা কাপে ব্রোঞ্জ জিতে আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় ফুটবল দল। সামনেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। অক্টোবরে ঘরে ও বাইরে মুখোমুখি হতে হবে সিঙ্গাপুরের। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই মানসিক প্রস্তুতি শুরু ভারতের কোচ খালিদ জামিলের। জানালেন, চাপ না থাকলে কাজ করতে পারেন না। কিন্তু আহত সন্দেশ জিঙ্ঘান কি খেলতে পারবেন সেই ম্যাচগুলোতে?

Advertisement

৯ অক্টোবর সিঙ্গাপুরের মাঠে প্রথম ম্যাচ। তারপর ১৪ অক্টোবর ঘরের মাঠে ফিরতি ম্যাচ। ভারতীয় ফুটবলের অত্যন্ত কঠিন সময়ে দলের হাল ধরেছিলেন খালিদ। কাফা কাপে ব্রোঞ্জ নিয়ে ফুটবল ভক্তদের আস্থার মর্যাদা রেখেছেন। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব নিয়ে খালিদ এখন থেকেই বলে রাখছেন, "প্লেয়ারদের উপর আমার আস্থা আছে। কাফা কাপে যেভাবে ওরা খেলেছে, নিজেদের প্রমাণ করেছে। তাতে আমি নিশ্চিত সিঙ্গাপুরেও ভালো খেলবে।"

খালিদের সংযোজন, "আমাদের উপর অবশ্যই চাপ থাকবে। কিন্তু চাপ ছাড়া আমি কাজ করতে পারি। ম্যাচটা কঠিন হবে। আমাদের সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। দলের মধ্যে একতা বজায় রাখতে হবে। সেটা এখনও পর্যন্ত ভালোভাবে তৈরি হয়েছে। এছাড়া নতুন প্লেয়ারদের সুযোগ দিতে হবে।" সেই সঙ্গে সুনীল ছেত্রী ও গুরপ্রীত সিং সান্ধুর ঢালাও প্রশংসা খালিদের।

কিন্তু সন্দেশ কি খেলবেন? ভারতের কোচ নিশ্চিন্ত করছেন সমর্থকদের। তিনি জানান, "জিঙ্ঘান আগামী ম্যাচগুলোয় খেলবে।" উল্লেখ্য, কাফা কাপে ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পান সন্দেশ। চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। স্ক্যানের পর দেখা যায়, সন্দেশের চোয়াল ভেঙে গিয়েছে। ফলে পরের ম্যাচগুলোয় আর খেলতে পারেননি। আবার, তাঁর চিকিৎসার খরচ কে বহন করবে, সেটা নিয়েও বিতর্ক হয়। শেষ পর্যন্ত তাঁর সফল অস্ত্রোপচার হয়। সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠেও নামবেন সন্দেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাফা কাপে ব্রোঞ্জ জিতে আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় ফুটবল দল। সামনেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার।
  • অক্টোবরে ঘরে ও বাইরে মুখোমুখি হতে হবে সিঙ্গাপুরের।
  • সেই ম্যাচ নিয়ে এখন থেকেই মানসিক প্রস্তুতি শুরু ভারতের কোচ খালিদ জামিলের।
Advertisement