সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশোভন আচরণের জন্য শাস্তির খাঁড়া নেমে এল কিলিয়ান এমবাপে, অ্যান্টোনিও রুডিগার, দানি সেবায়োসদের উপর। অভিযোগ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের পর সেলিব্রেশনের সময় অশালীন আচরণ করেছিলেন তাঁরা। রোমাঞ্চকর সেই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জিতেছিল রিয়াল মাদ্রিদ।
১২ মার্চের সেই বাতিল করা হয়েছিল অ্যাটলেটিকোর আলভারেজের বিতর্কিত পেনাল্টি। ডার্বি জয়ের পর বেলাগাম উল্লাসে মাতেন এমবাপে, রুডিগার, সেবায়োসরা। অ্যাটলেটিকো সমর্থকরাও মাদ্রিদের ফুটবলারদের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস ছুড়ে মারে। আবার রিয়াল ফুটবলারদের অশালীন আচরণে ক্ষুব্ধ হন অ্যাটলেটিকোর সমর্থকরা। প্রতিপক্ষ সমর্থকদের অসম্মানের অভিযোগ ওঠে এমবাপেদের নামে। এরপরই উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে অ্যাটলেটিকো কর্তৃপক্ষ।
অভিযোগের ভিত্তিতে এমবাপে, রুডিগার, সেবায়োস, ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে তদন্ত হয়। জানা গিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে এমবাপে ও রুডিগারকে ৩০ হাজার ইউরো এবং ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। শাস্তি পেয়েছেন সেবায়োসও। তাঁর জরিমানা হয়েছে ২০ হাজার ইউরো। তবে পরের ম্যাচ খেলায় নিষেধাজ্ঞার মতো কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি ভিনিসিয়াসের বিরুদ্ধে।
যদিও এমবাপে ও রুডিগারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে সেই নিষেধাজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না। আগামী একবছরের মধ্যে যে কোনও একটা সময় তাঁরা এই শাস্তি ভোগ করবেন। তাই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে রিয়াল শিবির। কারণ ৮ এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। আর্সেনালের বিরুদ্ধে এই ম্যাচে তিন রিয়াল তারকা নিষেধাজ্ঞা সত্ত্বেও খেলতে পারবেন। অনেকে বলছেন, অপরাধ করলেও আইনের ফাঁক গলে 'গোল' দিয়েছেন এমবাপেরা। উল্লেখ্য, দ্বিতীয় লেগের ম্যাচটি ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নাব্যুতে অনুষ্ঠিত হবে।