shono
Advertisement
Lionel Messi

নয়া চুক্তিতে সই, আরও কতদিন ইন্টার মায়ামির জার্সিতে লিও মেসি?

নয়া চুক্তিতে সই করে কী বলেছেন আর্জেন্টাইন মহাতারকা?
Published By: Prasenjit DuttaPosted: 12:47 PM Oct 24, 2025Updated: 12:49 PM Oct 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও তিন বছর ইন্টার মায়ামিতে থাকছেন লিওলেন মেসি। মেজর সকার লিগের এই ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। অর্থাৎ আরও তিন বছর মেজর লিগ সকারে খেলতে দেখা যাবে এলএম১০-কে।

Advertisement

ইন্টার মায়ামির সঙ্গে তাঁর এই চুক্তি আমেরিকান ফুটবলের জন্য বড় প্রাপ্তি বলে মনে করছে ফুটবলমহল। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, 'ক্লাবের অধিনায়ক, আটবারের ব্যালন ডি'অর জয়ী, বিশ্বজয়ী লিও মেসির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইন্টার মায়ামি।'

নয়া চুক্তিতে সইয়ের পর উচ্ছ্বসিত মেসিও। ক্লাবের বিবৃতিতে তিনি বলেন, 'ইন্টার মায়ামিতে আরও তিন বছর থাকতে পেরে সত্যিই খুশি। অবশেষে মায়ামি ফ্রিডম পার্কের নতুন স্টেডিয়ামে খেলার স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। এরজন্য অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি।'

মেসি আরও বলেন, 'এখানে যোগ দেওয়ার পর থেকে আমি খুবই খুশি। এই ক্লাবের সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে পেরে সত্যিই আনন্দিত।' ইন্টার মায়ামির অন্যতম মালিক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামও মেসির এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত। তাঁর কথায়, "মায়ামি শহর, ক্লাব এবং ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে মেসি। লিও এখনও জিততে চায়। এই দেশে ফুটবলের প্রসার এবং মানোন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার।" উল্লেখ্য, ২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে এসেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরও তিন বছর ইন্টার মায়ামিতে থাকছেন লিওলেন মেসি।
  • মেজর সকার লিগের এই ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
  • অর্থাৎ আরও তিন বছর মেজর লিগ সকারে খেলতে দেখা যাবে এলএম১০-কে।
Advertisement