সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাজিকের আরেক নাম লিওনেল মেসি। বয়সের সঙ্গে সঙ্গে যেন তাঁর বাঁপায়ের জাদু বেড়েই চলেছে। সেটার সাক্ষী থাকছে গোটা ফুটবলবিশ্ব, সুফল পাচ্ছে ইন্টার মায়ামি। ফের জোড়া গোল করে মেজর সকার লিগে ডেভিড বেকহ্যামের ক্লাবকে জেতালেন আর্জেন্টিনীয় মহাতারকা। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে আমেরিকার লিগে ইতিহাস গড়লেন মেসি। তার মধ্যে প্রথম গোলটি করলেন অনবদ্য ফ্রি-কিকে।
টানা ষোলো ম্যাচ অপরাজিত থেকে হার্ড রক স্টেডিয়ামে নেমেছিল মায়ামির প্রতিপক্ষ নাশভিলে। কিন্তু শুরু থেকেই দাপট ছিল মায়ামির। ৭ মিনিটে কার্যত ফাঁকা গোল মিস করেন লুইস সুয়ারেজ। তবে মেসি থাকতে ভয় কীসের? ১৭ মিনিটে নাশভিলের বক্সের বাইরে ফ্রি-কিক পায় মায়ামি। মেসির বাঁপায়ের বাঁকানো মাটি ঘেঁষা শট কার্যত 'বোকা' বানিয়ে দেয় প্রতিপক্ষ গোলকিপারকে। হতভম্ব হয়ে যান 'ওয়ালে' দাঁড়ানো ডিফেন্ডাররা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরান নাশভিলের হানি মুখতার। ৬২ মিনিটে ফের মায়ামিকে এগিয়ে দেন মেসি। তাতে অবশ্য বেশি ভূমিকা নাশভিলের গোলকিপার জো উইলিসের। ভুল করে মেসির পায়ে বল তুলে দেন। সেখান থেকে ভুল করার কোনও প্রশ্নই ওঠে না মেসির জন্য। শেষ পর্যন্ত ২-১ গোলে জেতে মায়ামি।
এর আগে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধেও জোড়া গোল করেছিলেন আটবারের ব্যালন ডি'ওর জয়ী তারকা। সেটা ছিল টানা চার ম্যাচে 'ব্রেস'। মেজর লিগ সকারে টানা ৪ ম্যাচে জোড়া গোল করায় সেটাই ছিল রেকর্ড। নাশভিলের বিরুদ্ধে নিজের সেই রেকর্ডও ভেঙে দিলেন তিনি। চলতি মরশুমে এমএলএসে ১৬টি গোলও হয়ে গেল তাঁর। সব মিলিয়ে গোল ২২টি। কেরিয়ারে গোল সংখ্যা ৮৭২। তার মধ্যে ফ্রি-কিক থেকে গোল করেছেন ৬৯টি। ফ্রি-কিকের গোলে তাঁর সামনে রয়েছে পেলে (৭০), জুনিনহো (৭৭)। মেসি যেরকম আগুনে ফর্মে আছেন, সেখানেও নতুন রেকর্ড গড়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকে।
