সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা হয়েছিল কলকাতায় ডামাডোল দিয়ে। শেষটা হল মুগ্ধতার সঙ্গে। হায়দরাবাদের পর দিল্লি ও মুম্বই মাতিয়ে দেন লিওনেল মেসি। সঙ্গী লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। তবে শেষবেলায় রাতারাতি সফরসূচি দীর্ঘ করে তাঁকে বনতারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মেসির দেবমূর্তিকে প্রণামের ছবি ভাইরাল। আর 'গোট ট্যুর' শেষে আবেগঘন পোস্ট করলেন আর্জেন্তিনীয় কিংবদন্তি। সেখানে কলকাতাকে নিয়ে কী বললেন?
সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মেসি। সেখানে কলকাতায় ৭০ ফুট মূর্তি উন্মোচনের অংশ রয়েছে। তবে যুবভারতীতে তাঁর আগমনের কোনও অংশ নেই। বরং এরপর হায়দরাবাদ, মুম্বই বা দিল্লিতে তিনি যেভাবে মঞ্চ মাতিয়েছেন, সেগুলো আছে। সেই ভিডিওয় সঞ্জীব গোয়েঙ্কা, করিনা কাপুর বা শচীন তেণ্ডুলকরের সঙ্গে সাক্ষাতের অংশ আছে। আর আছে অনেক খুদে ভক্তদের সঙ্গে তাঁর কাটানো বিভিন্ন মুহূর্ত।
ওই পোস্টে মেসি লিখেছেন, 'নমস্তে ইন্ডিয়া! দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় আসার অভিজ্ঞতা দারুণ ছিল। এত ভালো অভ্যর্থনা, আতিথেয়তা ও ভালোবাসা পেয়ে ভালো লাগছে। আশা করি, ভারতের ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল হবে।'
ওই ভিডিওবার্তায় মেসির বক্তব্য, “এই ক’দিনে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। তবে এই সফরটা বড্ড সংক্ষিপ্ত ছিল। এত ভালোবাসা পেয়ে অভিভূত। আমি জানতাম, এখানে এসে ভালোবাসা পাব, কিন্তু সেটার প্রত্যক্ষ প্রমাণ পেয়ে দারুণ লাগছে।” মেসি আরও বলেন, “গত কয়েকদিনে আমাদের জন্য আপনারা যা করেছেন, তা নিঃসন্দেহে মুগ্ধ করে দেওয়ায় মতো। পাগলামি বললেও কম না। আমরা নিশ্চয়ই আবার কোনও দিন ফিরব। হয়তো পরেরবার এসে এখানে ম্যাচ খেলব। বা হয়তো অন্য কোনও কারণে আসব। কিন্তু ফিরে আসবই। আবারও সবাইকে ধন্যবাদ।”
শেষবেলায় মেসির বনতারা সফরে তাঁকে শুধু যে জাঁকজমক করে আপ্যায়ন করা হল তাই নয়, সঙ্গে ছিল সারপ্রাইজও। মেসির সম্মানে অনন্ত আম্বানি এবং রাধিকা আম্বানি বনতারার একটি সিংহশাবকের নাম রেখেছেন ‘লিওনেল।’বনতারার ভিতরে যে মন্দির আছে, সেখানে নিয়ে যাওয়া হয় মেসিদের। হিন্দু রীতি মেনে পুজোও দেন আর্জেন্টিনার মহাতারকা। সঙ্গে ছিলেন দুই সতীর্থ সুয়ারেজ এবং ডি’পল। গলায় রুদ্রাক্ষের মালা পরে মন্দিরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে মেসিকে। তাঁর দুই সতীর্থ-সহ পুজোর অর্ঘ্য হাতেও দেখা যায়।
