সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই হাসপাতালে ভর্তি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পুণেতে মুম্বইয়ের হয়ে মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলির ম্যাচ খেলেছেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ওপেনার। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিসিসিআইয়ের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরিটিসের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, মুস্তাক আলি ট্রফির ম্যাচের কয়েক ঘণ্টা পরই পেটের সমস্যায় ভুগতে শুরু করেন যশস্বী। দ্রুত তাঁকে আদিত্য বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যশস্বীর আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয় বলে খবর। ডাক্তাররা জানিয়েছেন তাঁকে বিশ্রাম নিতে হবে। পাশাপশি চিকিৎসা চলবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এখনও যশস্বীর বিষয়ে কিছু জানানো হয়নি।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। তবে সেই দলে নেই যশস্বী। ভারতের হয়ে টেস্টে নিয়মিত তিনি। সম্প্রতি ওয়ানডেতে প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁকে টি-টোয়েন্টি দলে নেওয়ার দাবিও ক্রমশ জোরদার হচ্ছে। মুস্তাক আলি ট্রফিতেও হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে মুম্বই শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারেনি। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে ৩ উইকেটে জিতলেও নেট রানরেটের জন্য ফাইনালে যাওয়া হল না মুম্বইয়ের।
সেই ম্যাচে যশস্বী মাত্র ১৫ রান করেন। মিনি নিলামের আগে ঝড় তুলে দেন সরফরাজ খান। ২২ বলে ৭৩ রান করেন তিনি। পরে চেন্নাই সুপার কিংস তাঁকে কিনে নেয়। অন্যদিকে যশস্বীকে এরপর ভারতের জার্সিতে দেখা যেতে পারে আগামী বছরের জানুয়ারিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। ফলে তার আগে সুস্থ হয়ে ওঠার পর্যাপ্ত সময় পাবেন যশস্বী।
