আইএসএল শুরুর মাসখানেক আগে সুখবর মহামেডান সমর্থকদের জন্য। দীর্ঘদিন ধরে চলে আসা ইনভেস্টর সংক্রান্ত জটিলতা এবার কাটার মুখে। সৌজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই এবার স্পনসর আসতে চলেছে সাদা-কালো শিবিরে। বুধবার ক্লাবে আইএসএল সংক্রান্ত বৈঠকের পর সুসংবাদ দিয়েছেন মহামেডান কর্তারা।
এআইএফএফ জানিয়ে দিয়েছে, এই মরশুমে আইএসএল খেলতেই হবে ক্লাবগুলিতে। সেটা না করলে আগামী মরশুমে শাস্তির মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে একপ্রকার নিরুপায় হয়ে আইএসএলে খেলার ব্যাপারে সম্মতি দেয় সাদা-কালো ব্রিগেড। কিন্তু তখনও ইনভেস্টর সংক্রান্ত সমস্যা মেটেনি। শেষে মহামেডান কর্তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। জানা গিয়েছে তিনিই উদ্যোগ নিয়ে বাংলারই এক সংস্থার সঙ্গে মধ্যস্থতা করিয়ে দিয়েছেন। ওই সংস্থাই এই মরশুমে মহামেডানকে ইনভেস্টর করবে। এদিন সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান। এদিনের বৈঠকের পর মহামেডান সম্ভাপতি আমিরুদ্দিন ববি বলেন, 'ইনভেস্টরের সঙ্গে কো অর্ডিনেশন করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা তাঁকে ধন্যবাদ জানাতে চাই।'
আমিরুদ্দিন ববি জানিয়েছেন, বাংলার এক সংস্থাই তাঁদের লগ্নি করবে। ২০-২৫ কোটি টাকার বাজেট ঠিক করেছে ক্লাব। এর মধ্যে গত মরশুমের ব্যান তুলতেই খরচ হচ্ছে ১২ কোটি। এ বছর যেহেতু আইএসএল সংক্ষিপ্ত আকারে হচ্ছে, তাই বাজেটও কম রাখা হচ্ছে। ব্যান তোলার পর বাকি টাকাটা দিয়েই দল গঠন হবে। মহামেডান সভাপতি জানিয়েছেন, "২৫ জানুয়ারির মধ্যে ইনভেস্টর ঘোষণা হয়ে গেলে আমরা সেটা প্র্যাকটিস শুরু করব। বিদেশি ছাড়াই আমরা খেলব। কলকাতা এবং দেশের অন্যান্য প্রান্তের সেরা ফুটবলারদের দিয়ে দল গঠন করা হবে। মেহরাজই কোচ থাকবে।" তবে কাদের সঙ্গে চুক্তিতে সই হবে, তা জানাননি ববি। তিনি জানান, সিঙ্গেল ইনভেস্টর আসছে।
যার অর্থ, মহামেডানের আর্থিক সমস্যা এবার মেটার পথে। তুলনামূলকভাবে দুর্বল দল নিয়ে নামলেও সাদা-কালো ব্রিগেড আইএসএলে নামবে। তাঁদের হোমগ্রাউন্ড কি কিশোর ভারতী? আমিরুদ্দিন ববি বললেন, "এই বিষয়ে একা সিদ্ধান্ত নেওয়া যাবে না। সকলে মিলে আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে হবে।"
