সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে হেরে গিয়েছিল মহামেডান স্পোর্টিং। রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে সেই লড়াইয়ের ছিটেফোঁটা দেখাতে পারেনি সাদা-কালো শিবির। সুপার কাপের অভিযান আগেই শেষ হয়ে গিয়েছিল তাদের। এবার গোকুলামের বিরুদ্ধে ৩-০ গোলে হার স্বীকার করলেন মেহরাজউদ্দিন ওয়াড়ুর ফুটবলাররা। ফলে হারের হ্যাটট্রিক করে সুপার কাপ অভিযান শেষ করল মহামেডান।
সুপার কাপে মহামেডান যে বিরাট কিছু করবে, সে আশা অতি বড় সাদা-কালো সমর্থকও করেননি। তবে সীমিত শক্তি নিয়েই গোকুলামের বিরুদ্ধে লড়াই দিতে মরিয়া ছিল মহামেডান। কিন্তু মাঠে নেমে শেষ পর্যন্ত হতাশই করলেন সাদা-কালো ফুটবলাররা। কার্যত তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া মহামেডান বুধবারের ম্যাচে শুরু থেকেই পিছিয়ে পড়ে।
বাম্বোলিমের এই জিএমসি স্টেডিয়ামে ২৮ মিনিটের মাথায় অ্যালবার্ট টোরাসের গোলে এগিয়ে যায় মহামেডান। এরপর খেলার গতির বিরুদ্ধে গিয়ে বেশ কয়েকবার আক্রমণ শানালেও গোল করতে পারেনি মহামেডান। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল গোকুলাম।
দ্বিতীয়ার্ধে পরিস্থিতির তেমন একটা বদল হয়নি। গোকুলামের হয়ে ব্যবধান বাড়ান স্যামুয়েল কিনশি। ৮৬ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন কার্লোস রিকো। মহামেডানের মতো সুপার কাপে টানা দুই ম্যাচে আটকে গিয়েছিল গোকুলামও। ব্ল্যাক প্যান্থার্সদের হারিয়ে টুর্নামেন্টের অভিযান শেষ করল তারা। ফলে কলকাতায় খালি হাতে ফিরতে হবে মহামেডানকে।
