shono
Advertisement
ISL

আইএসএলের প্রথম ম্যচেই মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল? সূচি ঘোষণার আগেই তুঙ্গে চর্চা

এবারের আইএসএল নিয়ে কম ডামাডোল হয়নি। আগামী মাসের ১৪ তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা। তবে দেশের শীর্ষ লিগ এবার হতে চলেছে সংক্ষিপ্ত ফরম্যাটে।
Published By: Arpan DasPosted: 02:27 PM Jan 20, 2026Updated: 04:46 PM Jan 20, 2026

এবারের আইএসএল নিয়ে কম ডামাডোল হয়নি। আগামী মাসের ১৪ তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা। তবে দেশের শীর্ষ লিগ এবার হতে চলেছে সংক্ষিপ্ত ফরম্যাটে। ফেডারেশনের অনুরোধ মেনে সংক্ষিপ্ত ফরম্যাটের আইএসএল-কে স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। সেখানে প্রথম ম্যাচেই কি কলকাতা ডার্বি?

Advertisement

নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ম্যাচ ডার্বি। মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি হওয়া মানে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়। মাঠে দুই দলের সমর্থকরা ভিড় করবেন। টিভিতেও চোখ রাখবেন বহু মানুষ। এবার প্রায় পাঁচ মাস পর শুরু হতে চলেছে আইএসএল। দীর্ঘ টালবাহানায় ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে যদি ডার্বির উত্তেজনা দিয়ে লিগ শুরু করা যায়, তাহলে তা দেশের ফুটবলভক্তদের মধ্যেও সাড়া ফেলবে। সেই হিসেবে কলকাতা ডার্বি দিয়ে আইএসএল শুরু করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে কোনও বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়নি।

দীর্ঘ কয়েকমাস ফেডারেশনের ব্যর্থতার পর কিছুদিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য আইএসএলের দিন ঘোষণা করেছেন। ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা। এখনও পর্যন্ত সূচি ঘোষণা করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। লিগের সূচিও দ্রুত প্রকাশ করার কাজ চলছে বলে জানা গিয়েছে।

মোহনবাগান, ইস্টবেঙ্গলের তরফে যুবভারতীকেই হোম ভেন্যু হিসাবে দেখিয়েছে। সেখানে মহামেডান স্পোর্টিং দেখিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে। গতবারও মহামেডান কিশোরভারতীকে হোম ভেন্যু হিসাবে দেখিয়েছিল। সিঙ্গল লেগে আইএসএল আয়োজনের জন্য ফেডারেশনকে অনুমতি দিয়েছে এএফসি। তবে লিগের ন্যূনতম শর্তগুলি রক্ষা না করতে পারায় এশীয় ফুটবল নিয়ামক সংস্থার শাস্তির মুখেও পড়তে হচ্ছে ভারতকে। চলতি মরশুম পর্যন্ত দেশের দু'টি ক্লাব এসিএল ২-এ খেলার সুযোগ পেত। আইএসএল চ্যাম্পিয়নরা সরাসরি খেলত, সুপার কাপ জয়ীদের খেলতে হত যোগ্যতা অর্জন পর্ব। তবে আগামী মরশুমে ভারতের দুই প্রতিনিধি ক্লাবকেই খেলতে হবে যোগ্যতা অর্জন রাউন্ডে। ইতিমধ্যেই এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে ২ ফেব্রুয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement