shono
Advertisement
ISL

আইএসএলে সম্মতি ওড়িশা-সহ ১৪ দলের, কোথায় খেলবে মোহনবাগান-ইস্টবেঙ্গল?

ওড়িশা এফসিকে নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তারাও সম্মতি দিয়ে দিল এবারের যোগদানের বিষয়ে। ফলে চোদ্দো দলেরই আইএসএল হতে চলেছে এই মরশুমেও।
Published By: Arpan DasPosted: 11:47 AM Jan 13, 2026Updated: 02:05 PM Jan 13, 2026

স্টাফ রিপোর্টার: আইএসএলের সব দলই লিখিতভাবে জানিয়ে দিল এই মরশুমে তারা দেশের সর্বোচ্চ লিগে খেলতে নামছে। ওড়িশা এফসিকে নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তারাও সম্মতি দিয়ে দিল এবারের যোগদানের বিষয়ে। ফলে চোদ্দো দলেরই আইএসএল হতে চলেছে এই মরশুমেও।

Advertisement

এদিন ক্লাবেরা নিজেদের হোম ভেন্যু জানিয়ে দিয়েছে ফেডারেশনকে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের তরফে যুবভারতীকেই হোম ভেন্যু হিসাবে দেখিয়েছে। সেখানে মহামেডান স্পোর্টিং দেখিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে। গতবারও মহামেডান কিশোরভারতীকে হোম ভেন্যু হিসাবে দেখিয়েছিল। আইএসএলে উঠে আসা নতুন দল ইন্টার কাশী নিজেদের ভেনু দেখায়নি। প্রথমে শোনা গিয়েছিল তারা কল্যাণী স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসাবে দেখাবে। কিন্তু জানা গিয়েছে, তারা ফেডারেশনকে জানিয়েছে, যেহেতু সুইস মডেলে খেলা হবে, তাই ফেডারেশন যেখানে খেলতে বলবে সেখানেই খেলবে। পাঞ্জাব এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের হোম ভেন্যু দেখিয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামকে। স্পোর্টিং ক্লাব দিল্লি দলটি গত মরশুম পর্যন্ত হায়দরাবাদ এফসি নামে খেলেছিল। এবার থেকে দলটির নাম পরিবর্তন হয়েছে। একই সঙ্গে দিল্লি থেকে খেলবে দলটি। আপাতত এই সম্মতি পাওয়ার পর দু-এক দিনের মধ্যেই ফরম্যাট ও সূচি প্রকাশ করবে ফেডারেশন। কারণ, যেহেতু আগামী মাসের ১৪ তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা যাতে দলগুলো প্রস্তুতির সময় পায়, সেই দিক দেখতেই মনে করা হচ্ছে এরপর দ্রুত সূচি ঘোষণা করবে তারা। একই সঙ্গে এএফসিকেও চিঠি লিখে স্লটের বিষয়টি নিয়ে জানতে চাইবে ফেডারেশন।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সামনে গত সপ্তাহেই মোহনবাগান, ইস্টবেঙ্গল-সহ চোদ্দোটি ক্লাবই মৌখিকভাবে জানিয়ে দিয়েছিল তারা এই মরশুমে আইএসএলে যোগ দিতে চলেছে। তার পরেও প্রশ্ন উঠছিল ওড়িশাকে নিয়ে। এখনও পর্যন্ত ওড়িশার দলটি কোনও রকম প্রস্তুতি শুরু করেনি। তার উপর তাদের গতবারের কোচ সার্জিও লোবেরা-সহ বেশ কয়েকজন ফুটবলার দল ছেড়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সব আইএসএল দলগুলোকে, যাতে লিখিতভাবে তারা জানিয়ে দেয় এবারের আইএসএলে যোগ দেবে কি না। সঙ্গে দলগুলোর ভেনু জানাতে বলা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement