shono
Advertisement
Mohun Bagan

শিবমের হ্যাটট্রিক, বিএসএস'কে গোলের মালা পরিয়ে কলকাতা লিগে জয়ের সরণিতে মোহনবাগান

তবে পালটা লড়াই দিয়েছিল বেহালা এসএসও।
Published By: Arpan DasPosted: 05:17 PM Aug 24, 2025Updated: 05:50 PM Aug 24, 2025

মোহনবাগান: ৫ (শিবম হ্যাটট্রিক, আদিত্য, করণ)
বেহালা এসএস: ২ (রোমিন, তুহিন)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। গত ম্যাচে সুরুচি সংঘের সঙ্গে ড্র করেছিল ডেগি কার্ডোজোর ছেলেরা। রবিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বিএসএস'কে ৫-২ গোলে হারাল মোহনবাগান। হ্যাটট্রিক করেন শিবম মুণ্ডা। তবে একটা সময় যথেষ্ট চাপে পড়ে গিয়েছিলেন লেওয়ানরা। সেখান থেকে জয়ের রাস্তা পরিষ্কার করেন শিবম।

বেহালা এসএস'কে প্রথমার্ধে যথেষ্ট চাপে রেখেছিল মোহনবাগান। যার সুবাদে ২৯ মিনিটে প্রথম গোল করে যান শিবম। ৪১ মিনিটে ফের তাঁর গোল। তবে এবারের গোলটি এল সোজা কর্নার থেকে। এই ধরনের গোল 'অলিম্পিকো' নামে পরিচিত। কলকাতা লিগে সেই অবিশ্বাস্য গোল করলেন শিবম। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।

তবে দ্বিতীয়ার্ধে পালটা লড়াই করে বিএসএস। ৪৯ মিনিটে রোমিন গোলদার ও ঠিক তার পরের মিনিটেই তুহিন গোল করে সমতা ফেরান। কিন্তু শিবমের হ্যাটট্রিকে জয়ের রাস্তা খুলে যায় সবুজ-মেরুনের জন্য। ৫৪ মিনিটে গোল করেন তিনি। মোহনবাগানের হয়ে ৬৩ মিনিটে আদিত্য অধিকারী ও ৮৯ মিনিটে করণ রাই গোল করে যান। এর মধ্যে আদিত্যর খেলা বিশেষ করে নজর কাড়ে। সব মিলিয়ে ৫-২ ব্যবধানে জেতে মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। গত ম্যাচে সুরুচি সংঘের সঙ্গে ড্র করেছিল ডেগি কার্ডোজোর ছেলেরা।
  • রবিবার নৈহাটির বঙ্কিমাঞ্চলি স্টেডিয়ামে বিএসএস'কে ৫-২ গোলে হারাল মোহনবাগান।
  • হ্যাটট্রিক করেন শিবম মুণ্ডা। তবে একটা সময় যথেষ্ট চাপে পড়ে গিয়েছিলেন লেওয়ানরা।
Advertisement