স্টাফ রিপোর্টার: সুপার কাপ খেলতে বৃহস্পতিবার গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান। শিল্ড জয়ের পর দু দিন ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন কোচ জোস মোলিনা। মঙ্গলবার থেকে ফের অনুশীলনে নেমেছেন জেসন কামিংসরা। দু'দিন কলকাতায় অনুশীলন করবেন তাঁরা।
বৃহস্পতিবার দুপুরে গোয়ার উদ্দেশে বিমান ধরার পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। ডুরান্ড জিততে না পেরে চাপ বাড়ছিল কামিংসদের ওপর। তবে সুপার কাপের আগে শিল্ড ফাইনালের ডার্বি জিতে আত্মবিশ্বাস বেড়েছে রবসন রবিনহোদের। তাছাড়া সুস্থ হয়ে উঠছেন মনবীর সিং। স্বাভাবিকভাবেই উইং নিয়ে কিছুটা চিন্তা কমছে মোলিনার। একইসঙ্গে সুপার কাপে নামার আগে নতুন ব্রাজিলিয়ান রবসনও বেশ কয়েকটি ম্যাচ প্র্যাকটিস পেয়ে গিয়েছেন শিল্ডে অংশ নেওয়ায়। সব মিলিয়ে দিন কয়েক আগে পর্যন্ত বাগানে যে অস্বস্তির কাটা খচখচ করছিল সেটা অনেকাংশে কেটে গিয়েছে। ফলে সুপার কাপের আগে বেশ ফুরফুরে মোহনবাগান।
গোয়ায় মোহনবাগানের প্রথম ম্যাচ আগামী শনিবার। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। একই দিনেই খেলতে নামবে ইস্টবেঙ্গলও। এবারের সুপার কাপে একই গ্রুপে রয়েছে কলকাতার দু'প্রধান। স্বভাবিকভাবেই গ্রুপ পর্বেই ডার্বি হচ্ছে। সুপার কাপে ডার্বি ৩১ অক্টোবর। সোমবারই গোয়া উড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। গোয়াতেই এখন অনুশীলন করবেন অস্কার ব্রুজোর ছেলেরা।
