shono
Advertisement
Mohun Bagan

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে মোহনবাগান, সবুজ-মেরুনের প্রতিপক্ষ কারা?

প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে গ্রুপ বি-তে খেলতে দেখা যাবে সবুজ-মেরুনকে।
Published By: Prasenjit DuttaPosted: 09:05 PM May 14, 2025Updated: 09:05 PM May 14, 2025

প্রসূন বিশ্বাস: বড়দের পর মোহনবাগানের যুবরাও ভারতসেরা হয়েছেন। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে জামশেদপুরকে ৩-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন। আর এই অভূতপূর্ব সাফল্যের পর পাসাং দোরজি তামাং, আমনদীপরা সুযোগ পেয়েছেন প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপে খেলার। এদিন এই লিগের গ্রুপও নির্ধারিত হয়ে গেল। 

Advertisement

প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে গ্রুপ বি-তে খেলতে দেখা যাবে মোহনবাগানকে। সবুজ-মেরুনের সঙ্গে একই গ্রুপে রয়েছে এফসি গোয়া, নটিংহ্যাম ফরেস্ট ও ইপসউইচ টাউন। অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের দুই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে। যদিও মোহনবাগানের প্রথম ম্যাচ কবে বা টুর্নামেন্ট কবে থেকে কোথায় শুরু, সেই তথ্য এখনও ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, নেক্সট জেনারেশন কাপের প্রথম সংস্করণ নবি মুম্বইয়ের রিলায়েন্স কোপারেট পার্কে আয়োজিত হয়েছিল। প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে তিনটি ইন্ডিয়ান সুপার লিগ অনূর্ধ্ব-১৫ দল এবং তিনটি প্রিমিয়ার লিগ অনূর্ধ্ব-১৪ দল ছিল। চ্যাম্পিয়ন হয় চেলসি। সে-বছর ভারতীয় দল হিসেবে অংশগ্রহণ করে বেঙ্গালুরু এফসি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুব দলও অংশ নেয় প্রথম বছর।

গত বছর লন্ডনে আয়োজিত এই টুর্নামেন্ট জেতে স্টেলেনবোশ। আর এ বছর মোহনবাগান এবং গোয়া ছাড়া নেক্সট জেন কাপে ভারতীয় দল হিসেবে দেখা যাবে জামশেদপুরকেও। প্রসঙ্গত, ২০২৩ সালেও এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছিল মোহনবাগান। সমর্থকদের আশা, এখানেও সবুজ-মেরুন ফুটবলাররা নিজেদের উজাড় করে দেবেন। যদিও, এ ব্যাপারে এখন অবধি মোহনবাগান ক্লাবকে সরকারিভাবে কিছু জানানো হয়নি বলে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপে গ্রুপ বি-তে পড়েছে মোহনবাগান।
  • সবুজ-মেরুনের সঙ্গে একই গ্রুপে রয়েছে এফসি গোয়া, নটিংহ্যাম ফরেস্ট ও ইপসউইচ টাউন।
  • অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের দুই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে।
Advertisement