স্টাফ রিপোর্টার: গত মরশুমে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দল। গতবারের চ্যাম্পিয়ন দলের প্রতিটি ফুটবলারকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পুলিশের চাকরিতে যোগ দিয়েছেন রবি হাঁসদারা। সেই দিক থেকে আসন্ন সন্তোষ ট্রফি নিয়ে তরুণ ফুটবলারদের মধ্যে উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। কিন্তু বৃহস্পতিবার থেকে মহামেডান মাঠে শুরু হওয়া আগামী সন্তোষের জন্য বাংলা দলের ট্রায়ালে ফুটবলার উপস্থিতির হার দেখে কার্যত হতাশ বাংলা কোচ সঞ্জয় সেন।
গতবারের সন্তোষ জয়ী সফল কোচ সঞ্জয় সেনকেই এবারও সন্তোষ ট্রফির বাংলা কোচ হিসাবে দায়িত্ব দিয়েছে আইএফএ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাংলা দলের ট্রায়ালে ডাক পেয়েছিল ৮৫ জন ফুটবলার।
প্রথমদিন ডাকা হয়েছিল, জেলা ও প্রথম ডিভিশন ক্লাবের ফুটবলারদের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ৮৫ জনের মধ্যে উপস্থিত হয়েছিলেন মাত্র ৪৫ জন। এদিন বাংলা কোচ বলছিলেন, "কেন এত কম ফুটবলার এল বলতে পারব না। বুঝতে পারছি না, তাদের কি ঠিক করে যোগাযোগ করা হয়নি, না কি অন্য কিছু। এর থেকে বোঝা যায় এই প্রজন্মের মধ্যে সন্তোষ ট্রফির মতো টুর্নামেন্ট নিয়ে উৎসাহ কতটা। দ্বিতীয় দিন দেখি কজন আসে।"
তিনদিন জেলা ও প্রথম ডিভিশনের ফুটবলারদের ট্রায়াল নেওয়ার পর ৩০ তারিখ থেকে প্রিমিয়ার ডিভিশনের ফুটবলারদের ডাকা হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ৭৯তম সন্তোষ ট্রফির দিনক্ষণ। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। তবে ফাইনাল রাউন্ড খেলা হবে আগামী বছর জানুয়ারি মাসে। ফাইনাল রাউন্ড আয়োজিত হবে অসমে। সেই রাউন্ডের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
