সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে ওড়িশা এফসি ৫ আগস্ট থেকে সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত করেছিল। এই পরিস্থিতিতে ওড়িশা এফসি ছাড়লেন সার্জিও লোবেরা।
ক্লাবের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ওড়িশা এফসি এবং হেডকোচ সার্জিও লোবেরার সম্পর্ক শেষ হয়েছে। উভয়ের পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত। কোচ হিসাবে অবদানের জন্য ক্লাবের তরফে ধন্যবাদ। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা। এই মুহূর্তে আমরা আইএসএল কবে হবে, তা নিয়ে অপেক্ষা করছি। সেই অনুযায়ী নতুন কোচের নামও ঘোষণা করা হবে।'
২০২৩ সালের মে মাসে ওড়িশা এফসিতে যোগ দেন এই স্প্যানিশ কোচ। তাঁর কোচিংয়েই ২০২৪ সালের সুপার কাপের ফাইনালে গিয়েছিল ওড়িশা। যদিও চূড়ান্ত লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় তারা। লোবেরার অধীনে ২০২৩-২৪ আইএসএলে চতুর্থ স্থান অর্জন করে ওড়িশা। তবে গত মরশুমে সাত নম্বরে শেষ করেছিল তারা।
উল্লেখ্য, এফএসডিএল এবং এআইএফএফের মধ্যে অচলাবস্থার মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে আইএসএল। এই পরিস্থিতিতে ওড়িশা এফসি’র তরফে চুক্তি স্থগিত রাখার পদক্ষেপ নেওয়া হয়েছিল। মাস তিন আগে তাদের পক্ষ থেকে এ কথাও জানানো হয়, ফুটবলাররা যদি অন্য কোথাও ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চান, তাতে কোনও আপত্তি থাকবে না তাদের। এই আবহেই লোবেরা বিদায় নিলেন ওড়িশা থেকে। মোলিনার পারফম্যান্স নিয়ে অখুশি মোহনবাগান ম্যানেজমেন্ট। কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁকে নাকি শীঘ্রই 'বিদায়' বলা হবে। তাই প্রশ্ন উঠছে, মোলিনাকে ছেড়ে দিলে তিনি সবুজ-মেরুনের কোচ হয়ে আসেন কি না।
