shono
Advertisement
David Beckham

'মা আমার সঙ্গে আপত্তিকরভাবে...', ভিক্টোরিয়া 'ঘনিষ্ঠ' হওয়াতেই স্ত্রীর সঙ্গে দূরত্ব বেকহ্যামপুত্রের!

ব্রুকলিনের কথায়, বাইরে থেকে বেকহ্যাম পরিবারকে সাজানো বাগানের মতো সুন্দর দেখানোই তাঁর মা-বাবার একমাত্র কাজ। কিন্তু আসলে এই বিখ্যাত পরিবারে ভালোবাসা নেই।
Published By: Anwesha AdhikaryPosted: 09:23 AM Jan 20, 2026Updated: 12:32 PM Jan 20, 2026

আগেই পরিবার ত্যাগ করেছিলেন। এবার নিজের মায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ডেভিড বেকহ্যামের জ্যেষ্ঠপুত্র ব্রুকলিন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে নিজের মায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ব্রুকলিনের কথায়, তাঁর সঙ্গে অত্যন্ত আপত্তিকরভাবে রোম্যান্টিক গানে নাচ করেছেন মা ভিক্টোরিয়া বেকহ্যাম। সেই ঘটনাকে জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্ত বলে মনে করেন ব্রুকলিন।

Advertisement

গত বছরের শেষদিক থেকেই স্পষ্ট হয়ে যান, বেকহ্যাম পরিবার ত্যাগ করেছেন ব্রুকলিন। তিনবছর আগে বিয়ের সময় থেকেই নাকি পরিবারের সঙ্গে ব্রুকলিনের দূরত্ব বেড়েছে। নিজের নাম থেকে বেকহ্যাম পদবি সরিয়ে স্ত্রীর পেলৎজ পদবি নিতে চেয়েছেন ব্রুকলিন, এমনটাও শোনা যায়। শেষ পর্যন্ত বেকহ্যাম পরিবারের সকল সদস্য়কে সোশাল মিডিয়া থেকে ব্লক করে দেন তিনি। আইনি নোটিসও পাঠান বাবা-মা'কে। এবার সোশাল মিডিয়ায় ব্রুকলিন দাবি করলেন, তাঁর বিয়ে ভাঙার নেপথ্যে বাবা-মায়ের হাত রয়েছে। সবমিলিয়ে পরিবারকে তুলোধোনা করেছেন ব্রুকলিন।

ইনস্টাগ্রামে ব্রুকলিন লিখেছেন, 'আমার বাবা-মা বারবার সংবাদমাধ্যমের কাছে যাচ্ছে তাই আমি বাধ্য হয়ে আত্মপক্ষ সমর্থনে মুখ খুলছি। ওরা যা খুশি তাই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে নিজদের পিঠ বাঁচাতে। আসলে আমার বিয়ের পর থেকেই সেটা ভাঙার চেষ্টা করেছে বাবা-মা, এখনও চালিয়ে যাচ্ছে। বিয়ের ঠিক আগের মুহূর্তে আমার স্ত্রীর পোশাক পালটে দেয় মা। এমনকি আমার স্ত্রীকে পরিবারের অংশ বলেও স্বীকৃতি দেয়নি। আমার ভাইদের দিয়েও সোশাল মিডিয়ায় আমাকে লাগাতার আক্রমণ করেছে।'

ইনস্টাগ্রামে ব্রুকলিন লিখেছেন, 'আমার বাবা-মা বারবার সংবাদমাধ্যমের কাছে যাচ্ছে তাই আমি বাধ্য হয়ে আত্মপক্ষ সমর্থনে মুখ খুলছি। ওরা যা খুশি তাই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে নিজদের পিঠ বাঁচাতে। আসলে আমার বিয়ের পর থেকেই সেটা ভাঙার চেষ্টা করেছে বাবা-মা, এখনও চালিয়ে যাচ্ছে।

আরও বিস্ফোরক অভিযোগ এনে ব্রুকলিন বলেন, 'বিয়ের পর স্ত্রীর সঙ্গে আমার প্রথমবার নাচ করার কথা ছিল। সেটার জন্য বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছি। কিন্তু সেই নাচটাও আমার মা কেড়ে নিয়েছে। ৫০০ জন অতিথির সামনে রোম্যান্টিক গানে মা আমার সঙ্গে অত্যন্ত আপত্তিকরভাবে নাচ করেছে, সেটা আমার জীবনের সবচেয়ে অপমানজনক ঘটনা। এমনকি আমার বিয়ে ভাঙতে আমার প্রাক্তন প্রেমিকাদেরও ডেকে এনেছে মা।' ব্রুকলিনের কথায়, বাইরে থেকে বেকহ্যাম পরিবারকে সাজানো বাগানের মতো সুন্দর দেখানোই তাঁর মা-বাবার একমাত্র কাজ। কিন্তু আসলে এই বিখ্যাত পরিবারে ভালোবাসা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement