shono
Advertisement
Srinjoy Bose

মোহনবাগান নির্বাচনে প্রথমবার, একাধিক বড় প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশ সৃঞ্জয়ের

ক্লাবের দ্বিতীয় ক্যাম্পাস-প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে আজীবন সদস্যপদ-সহ একাধিক প্রতিশ্রুতি দিল সৃঞ্জয়ের প্যানেল।
Published By: Subhajit MandalPosted: 08:07 PM May 10, 2025Updated: 08:07 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু মুখে বলা নয়। মোহনবাগান নিয়ে আগামী দিনে কী পরিকল্পনা, নির্বাচনে জয়ী হলে কী কী করবেন, ইস্তেহার আকারে ক্লাবের সভ্য সমর্থকদের সামনে তুলে ধরলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। মোহনবাগানের নির্বাচনের ইতিহাসে প্রথমবার লিখিত আকারে ইস্তেহার প্রকাশ করল কোনও প্যানেল। শুধু তাই নয়, ইস্তেহারে একধিক রীতিমতো চমকপ্রদ ঘোষণা করেছেন সৃঞ্জয়রা।

Advertisement

শনিবার বিধাননগরে এক অনুষ্ঠানে ক্লাব সদস্যদের সামনে ইস্তেহার প্রকাশ করেন সৃঞ্জয়। উপস্থিত ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলার, প্রাক্তন ক্রিকেটার এবং সৃঞ্জয় প্যানেলের সম্ভাব্য অন্য প্রার্থীরাও। ক্লাবের নির্বাচনে ইস্তেহার প্রকাশ করে প্রচারে রীতিমতো অভিনবত্ব আনলেন প্রাক্তন সচিব। এতে যেমন ক্লাবের প্রতি তাঁর দায়বদ্ধতা স্পষ্ট হল, তেমনই সদস্য ভোটাররাও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্ক বিস্তারিত জানার সুযোগ পাবেন। 'তোমাকে চাই...' শীর্ষক ওই ইস্তেহারের প্রচ্ছদেই রয়েছে সৃঞ্জয় বোস এবং টুটু বোসের ছবি। শারীরিক কারণে ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে টুটুবাবু উপস্থিত থাকতে না পারলেও তিনি সৃঞ্জয়কে শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর।

ইস্তেহারে একাধিক বড় ঘোষণা করেছে সৃঞ্জয় শিবির। যার মধ্যে উল্লেখযোগ্য, ক্লাবের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি। ইস্তেহারে বলা হয়েছে, "বর্তমান ক্লাব প্রাঙ্গণ যেহেতু সেনা-নিয়ন্ত্রিত ক্ষেত্রে অবস্থিত, তাই নানাবিধ চাহিদা সত্ত্বেও বহু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এক্ষেত্রে নতুন পথের সন্ধান করাই হবে নতুন কমিটির কাজ। ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাব যাতে বিস্তার ও প্রসারের নিরিখে এগিয়ে যায়, ও সাফল্যে উজ্জ্বল হয়ে ওঠে, তাই-ই হবে লক্ষ্য।" সৃঞ্জয় শিবিরের অন্যতম প্রতিশ্রুতি, প্রবীণদের জন্য আজীবন সদস্যপদে ফি মকুব করা। ইস্তেহারে বলা হয়েছে, "প্রবীণ সদস্য, যাঁরা ৫০ বছর যাবৎ ক্লাবের সদস্যপদ ধরে রেখেছেন, নতুন নিয়ম চালু করে সদস্যপদের জন্য তাঁদের বার্ষিক চাঁদা মকুবের সিদ্ধান্ত নেবে নতুন কমিটি।" এছাড়া সৃঞ্জয় শিবিরের প্রতিশ্রুতি, ক্লাবের কোনও সদস্যের মৃত্যু হলে তাঁর সদস্যপদ হস্তান্তরিত করা হবে তাঁর পরিজনের (স্ত্রী/সন্তান) হাতে।

এর বাইরে ক্লাবের সদস্যরা যাতে সদস্যরা যাতে খোলামেলা পরিবেশ ও সবরকম কাঙ্ক্ষিত সুবিধা পান তা নিশ্চিত করতে চায় সৃঞ্জয়ের প্যানেল। ইস্তেহারে বলা হয়েছে, ক্লাবের বর্তমান পরিকাঠামোয় উন্নয়ন আনাই হবে নতুন গঠিত কমিটির সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। মেম্বার্স গ্যালারি, ক্যাফেটেরিয়া-সহ অন্যান্য ক্ষেত্রে সুবন্দোবস্ত করা, এ ছাড়া ক্লাব প্রাঙ্গণের মধ্যে সভ্যরা যাতে আরও নিজেদের মতো করে সময় কাটানোর পরিসর পান, সে-ব্যবস্থা করাই হবে লক্ষ্য। ক্লাবের ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়েও বাড়তি গুরুত্ব দেবে নতুন কমিটি। আন্তর্জাতিক স্তরে মোহনবাগান ক্লাবের নাম যাতে আরও ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে সর্বতভাবে চেষ্টা করবে নতুন কমিটি। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে ক্লাবের মার্কেটিংও ব্র্যান্ডিং প্রক্রিয়া ঢেলে সাজানো হবে। ক্লাবের ঐতিহ্য উদযাপনে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। মোহনবাগান দিবস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ট্রফি জয়ের মুহূর্ত অর্থাৎ মোহনবাগানের ইতিহাস তুলে ধরা হবে অত্যাধুনিক কায়দায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোহনবাগান নিয়ে আগামী দিনে কী পরিকল্পনা, নির্বাচনে জয়ী হলে কী কী করবেন, ইস্তেহার আকারে ক্লাবের সভ্য সমর্থকদের সামনে তুলে ধরলেন প্রাক্তন সচিব সৃঞ্জয়ের বোস।
  • মোহনবাগানের নির্বাচনের ইতিহাসে প্রথমবার লিখিত আকারে ইস্তেহার প্রকাশ করল কোনও প্যানেল।
  • ইস্তেহারে একধিক রীতিমতো চমকপ্রদ ঘোষণা করেছেন সৃঞ্জয়রা।
Advertisement