shono
Advertisement
Mohun Bagan

সুহেলের হ্যাটট্রিকে জয়ী মোহনবাগান, সুপার কাপের আগে ছন্দে সাহালরা

কোয়ার্টার ফাইনালে সবুজ-মেরুনকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে কেরাল ব্লাস্টার্সের বিরুদ্ধে।
Published By: Prasenjit DuttaPosted: 03:08 PM Apr 23, 2025Updated: 04:20 PM Apr 23, 2025

স্টাফ রিপোর্টার: সুপার কাপের আগে দলকে দেখে নেওয়ার জন্য একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন মোহনবাগান কোচ বাস্তব রায়। মঙ্গলবার কলকাতা লিগের প্রথম ডিভিশন ক্লাব সিটি এসির বিরুদ্ধে সেই প্রস্তুতি ম্যাচে ৫-১ গোলে জিতল মোহনবাগান। সুপার কাপে একমাত্র বিদেশি হিসাবে নুনো রেইসকে খেলতে দেখা যাবে মোহনবাগান রক্ষণে। এদিন তিনি খেললেও খুব একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হয়নি।

Advertisement

সুপার কাপে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে আরএফডিএল খেলা একঝাঁক তরুণ ফুটবলারকে। তাঁদের সঙ্গে অবশ্য থাকবেন আইএসএল খেলা সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান, দীপেন্দু বিশ্বাস, দীপক টাংরিদের। কামিংস, পেত্রাতোস, ম্যাকলারেনদের মতো বিদেশিরা চলে গিয়েছেন দেশে। সেইসঙ্গে নুনোকেও দেখে নেবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

প্রস্তুতি ম্যাচের প্রথমার্ধেই চার গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। এরমধ্যে তিন গোল সুহেলের ও একটি সালাউদ্দিন আদনানের। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন বাস্তব। এই অর্ধে আরও একটি গোল করেন সের্তো কম।

সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে কেরাল ব্লাস্টার্সের বিরুদ্ধে। প্রথম ম্যাচে তারা ইস্টবেঙ্গলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। উলটোদিকে চার্চিল ব্রাদার্স প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলতে নামছেন সাহাল আবদুল সামাদরা। লিগ-শিল্ড ও আইএসএল কাপ জয়ের পর এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপার কাপের আগে দলকে দেখে নেওয়ার জন্য একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন মোহনবাগান কোচ বাস্তব রায়।
  • মঙ্গলবার কলকাতা লিগের প্রথম ডিভিশন ক্লাব সিটি এসির বিরুদ্ধে সেই প্রস্তুতি ম্যাচে ৫-১ গোলে জিতল মোহনবাগান।
  • সুপার কাপে একমাত্র বিদেশি হিসাবে নুনো রেইসকে খেলতে দেখা যাবে মোহনবাগান রক্ষণে।
Advertisement