shono
Advertisement
AIFF

ঘোষণা হয়ে গেল দিনক্ষণ, কবে থেকে শুরু সুপার কাপ?

ফেডারেশন এক বিবৃতির মাধ্যমে সুপার কাপের তারিখ নির্ধারণ করেছে।
Published By: Prasenjit DuttaPosted: 11:56 AM Sep 07, 2025Updated: 12:45 PM Sep 07, 2025

স্টাফ রিপোর্টার: ফেডারেশন আগেই জানিয়েছিল, আইএসএলের আগে সুপার কাপ শুরু করবে তারা। শনিবার রাতে পরিবর্তিত পরিস্থিতিতে ফেডারেশেনের কার্যকরী কমিটির ভার্চুয়াল বৈঠকে সুপার কাপকে অক্টোবর মাসের মাঝামাঝি আয়োজন করার প্রস্তাব রাখা হয়েছিল। রবিবার জানা গেল, কবে থেকে আয়োজিত হতে চলেছে সুপার কাপ। এআইএফএফ-এর বিবৃতিতে জানা গিয়েছে ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

Advertisement

তবে সুপার কাপ কোথায় আয়োজিত হবে, তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, মোট ১৬টা দলকে নিয়ে চারটে জোনে ভাগ করে হবে। চারটে দলের শীর্ষ দলগুলি নিয়ে সেমিফাইনাল হবে। সোমবার থেকে ক্লাবগুলিকে চিঠি পাঠানো হবে। মাস খানেক আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আইএসএলের আগেই সুপার কাপ হবে। সেই মতোই ঘোষণা হয়ে গেল রবিবার। 

রবিবার সকালে সোশাল মিডিয়ায় করা এআইএফএফের বিবৃতিতে জানা যায়, নির্বাচন প্রক্রিয়া তদারকি করার জন্য নির্বাহী কমিটি তিন সদস্যের একটি বিড মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এর সভাপতিত্ব করবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় বিচারপতি এল. নাগেশ্বর রাও, এশিয়ান ফুটবল কনফেডারেশনের অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরন মুরুগাসু এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। জানা গিয়েছে, ফেডারেশনের MRA টাস্ক ফোর্স কমিটি এআইএফএফের নির্বাহী কমিটির সভায় গঠিত হয়েছিল। প্রসঙ্গত, সুপার কাপের তারিখ ঘোষণা হওয়ায় ক্লাবগুলি প্রাক মরশুমের অনুশীলন শুরু করতে পারবে। কারণ, গভর্নিং বডি টেন্ডার প্রক্রিয়া নিয়ে কাজ করছে। 

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ‘শর্ট অর্ডারে’ শীর্ষ আদালত জানিয়ে দেয়, আগামী মরশুমে আইএসএল-সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলির আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারবে AIFF। তবে সেই টেন্ডারের গোটা প্রক্রিয়ার নজরদারিতে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও। ওই প্রাক্তন বিচারপতি চাইলে গোটা টেন্ডার প্রক্রিয়ায় নজরদারির জন্য পেশাদার সদস্যদের নিয়োগ করতে পারেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফেডারেশন আগেই জানিয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সুপার কাপ শুরু করবে তারা।
  • শনিবার রাতে পরিবর্তিত পরিস্থিতিতে ফেডারেশেনের কার্যকরী কমিটির ভার্চুয়াল বৈঠকে সুপার কাপকে অক্টোবর মাসের মাঝামাঝি আয়োজন করার প্রস্তাব রাখা হয়েছিল।
  • রবিবার জানা গেল, কবে থেকে আয়োজিত হতে চলেছে সুপার কাপ।
Advertisement