shono
Advertisement
Lionel Messi

কাটল জট! কেরলে আসছে মেসির আর্জেন্টিনা

মেসির আর্জেন্টিনাকে আদৌ দক্ষিণী রাজ্যে প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে?
Published By: Prasenjit DuttaPosted: 07:20 PM May 17, 2025Updated: 09:29 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছর পর ভারতে আসার কথা লিওনেল মেসির। চলতি বছর অক্টোবরে তাঁর কেরলে একটি প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ঘোষণা করেছিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান। কেবল তাই নয়, তাঁর সঙ্গে গোটা আর্জেন্টিনা দলও কেরলে প্রীতি ম্যাচ খেলতে চলেছে বলে জানিয়েছিলেন তিনি। তবে মেসির ভারত সফর ঘিরে অনিশ্চয়তাও রয়েছে। এই আবহে কেরলের ক্রীড়ামন্ত্রী আশাবাদী।

Advertisement

তাঁর মতে, মেসির ভারত সফরের দায়িত্ব রাজ্য সরকারের নয়, স্পনসরশিপের দায়িত্বে থাকা সংস্থাদের। শনিবার আবদুরহিমান বলেন, "মেসি-সহ আর্জেন্টিনা দল কেরল আসবে না, এ কথা আমরা জোর দিয়ে বলতে পারি না। এটা ঠিক যে, এ ব্যাপারে কিছুটা বিলম্ব হয়েছে। তবে, বর্তমানে এ ব্যাপারে কোনও সংশয় নেই।" তিনি জানিয়েছেন, সরকার এ ব্যাপারে সমস্ত ইতিবাচক আলোচনার জন্য প্রস্তুত।

তাঁর কথায়, "স্পনসরশিপের দায়িত্ব প্রথমে যাদের দেওয়া হয়েছিল তারা আরবিআইয়ের যোগ্যতা পূরণ করতে পারেনি। তবে এখন যাদের কাছে দায়িত্ব, তারা আরবিআইয়ের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে। তাই আশা করব, মেসি-সহ গোটা আর্জেন্টিনা দল কেরল আসবে। সরকারের লক্ষ্য, রাজ্যে ফুটবলের আরও জনপ্রিয়তা আনা।"

উল্লেখ্য, অল কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনকে স্পনসরশিপের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা ‘ওলোপ্পো’ (Oloppo) অ্যাপে ১০০ কোটি টাকা তোলার চেষ্টাও করে। এরই মধ্যে আর্জেন্টিনা দলের উপস্থিতির জন্য খরচ হিসেবে ৭০ কোটি টাকা বরাদ্দ হয়। তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনাটি সফল হয়নি। যখন পরিকল্পনাটি আকর্ষণ অর্জনে ব্যর্থ বলে মনে হয়েছিল, তখনই কেরল সরকার স্পনসরশিপ স্থানান্তরিত করে রিপোর্ট ব্রডকাস্টিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হাতে তুলে দেয়। এই সংস্থাই রিপোর্টার টিভি নিউজ চ্যানেলের মালিক। এখন দেখার, শনিবার কেরলের ক্রীড়ামন্ত্রীর আশ্বাসের পর মেসির আর্জেন্টিনাকে আদৌ দক্ষিণী রাজ্যে প্রীতি ম্যাচ খেলতে দেখা যায় কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেসির আর্জেন্টিনার কেরলে প্রীতি ম্যাচ খেলার কথা।
  • তবে মেসির ভারত সফর ঘিরে অনিশ্চয়তাও রয়েছে।
  • এই আবহে কেরলের ক্রীড়ামন্ত্রী আশাবাদী।
Advertisement