shono
Advertisement
Mohun Bagan

চলতি সপ্তাহেই মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মিটিং, চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ?

সময়মতো নির্বাচন করিয়ে নতুন কমিটি গঠন করার দাবিতে বার্ষিক সাধারণ সভায় সরব হয়েছিলেন সমর্থকদের একটা বড় অংশ।
Published By: Arpan DasPosted: 02:23 PM Feb 11, 2025Updated: 03:19 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের নোটিস জারি করল মোহনবাগান। আগামী ১৫ ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার ক্লাব তাঁবুতে ১৭তম এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে তিনটে থেকে মিটিং শুরু হবে। গত ১৮ জানুয়ারি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উঠে আসা বিষয়গুলো নিয়ে এখানে আলোচনার কথা জানানো হয়েছে। বার্ষিক সভার মূল বিষয় ছিল মোহনবাগানের নির্বাচন। ফলে শনিবারের মিটিংয়ে ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে কিনা, সেই নিয়ে চর্চা ওয়াকিবহাল মহলে। উল্লেখ্য, সময়মতো নির্বাচন করিয়ে নতুন কমিটি গঠন করার দাবিতে বার্ষিক সাধারণ সাধারণ সভায় সরব হয়েছিলেন সমর্থকদের একটা বড় অংশ।

Advertisement

মোহনবাগানের ১৬তম এক্সিকিউটিভ কমিটির সভা হয়েছিল গত বছরের ডিসেম্বরে। সেখানেও চর্চায় ছিল ক্লাবের নির্বাচন। শনিবারের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে সেই বিষয়গুলো পড়া হবে এবং সেগুলোতে সিলমোহর দেওয়া হবে। এছাড়া ক্রীড়া বিষয়ক অন্যান্য প্রসঙ্গ আলোচিত হবে। এদিন নোটিস জারি করে সেটা জানিয়ে দিল মোহনবাগান।

তবে শনিবারের সভার মূল বিষয় হতে পারে নির্বাচন। ২৮ মার্চ শেষ হচ্ছে মোহনবাগানের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ। ফলে নতুন নির্বাচনের দাবি ক্রমশ জোরদার হচ্ছে। বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস রীতিমতো রুলবুক তুলে বুঝিয়ে দিয়েছিলেন, সোসাইটি হিসাবে রেজিস্টার্ড কোনও ক্লাবের কার্যকরী কমিটিই তিন বছরের বেশি ক্ষমতা ভোগ করতে পারে না। তাই ক্লাবে দ্রুত নির্বাচন হওয়া উচিত। তিনি নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়ার স্পষ্ট দাবি জানিয়ে ছিলেন। অবশেষে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের সময় ঘোষণা করে দেওয়া হল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের নোটিস জারি করল মোহনবাগান।
  • আগামী ১৫ ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার ক্লাব তাঁবুতে ১৭তম এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হবে।
  • গত ১৮ জানুয়ারি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উঠে আসা বিষয়গুলো নিয়ে এখানে আলোচনার কথা জানানো হয়েছে।
Advertisement