shono
Advertisement
Mohun Bagan

শিল্ড আসছে মোহনবাগান তাঁবুতে, ভাইফোঁটায় উৎসবে মাতবেন সমর্থকরা

বুধবার সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ কথা।
Published By: Prasenjit DuttaPosted: 07:08 PM Oct 22, 2025Updated: 07:08 PM Oct 22, 2025

স্টাফ রিপোর্টার: শিল্ড আসছে মোহনবাগান তাঁবুতে। ভাইফোঁটায় যা নিয়ে উৎসবে মাতবেন সমর্থকরা। বুধবার সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ক্লাব তাঁবুতে আইএফএ শিল্ড আসার কথা। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মোহনবাগান ক্লাব লনে প্রদর্শিত হবে এই ঐতিহ্যশালী ট্রফি। 

Advertisement

শনিবার (১৮ অক্টোবর) ১২৫তম আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারায় মোলিনা ব্রিগেড। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও গোল হয়নি। শেষমেশ ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে বিশাল কাইথ টেক্কা দেন দেবজিৎ মজুমদারকে। ২২ বছর পর শিল্ড জেতে সবুজ-মেরুন ব্রিগেড।

ক্লাবের পক্ষ জানানো হয়েছে, '২৩ অক্টোবর বিকেল ৪টে থেকে মোহনবাগান ক্লাব লনে মর্যাদাপূর্ণ আইএফএ শিল্ড প্রদর্শিত হবে। এ সকল সদস্য এবং সমর্থকদের উদ্দেশ্যে জানাতে পেরে আনন্দিত। বিকেল চারটে নাগাদ পতাকা উত্তোলন অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। ক্লাবের জন্য এই গর্বের মুহূর্তে অংশ নেওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।'

সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে আইএফএ শিল্ড আসার খবরে উজ্জীবিত সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে গোষ্ঠ পাল সরণির ক্লাব তাঁবুতে অনেক সমর্থকই হাজির হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কয়েক দিনের ছুটি কাটিয়ে ফের সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। কলকাতাতেই আপাতত দু’দিন প্রস্তুতি সেরে গোয়া উড়ে যাবেন কামিংস, ম্যাকলারেনরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভাইফোঁটায় আইএফএ শিল্ড আসছে মোহনবাগান ক্লাব তাঁবুতে।
  • জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে মোহনবাগান ক্লাব লনে প্রদর্শিত হবে এই ঐতিহ্যশালী ট্রফি।
  • শনিবার (১৮ অক্টোবর) ১২৫তম আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান।
Advertisement