সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো ২০২৪-এর পরে বুট জোড়া তুলে রাখবেন জার্মানির তারকা ফুটবলার টনি ক্রুস (Toni Kroos)। মঙ্গলবার ইনস্টাগ্রামে ক্রুস জানিয়ে দিয়েছেন, ইউরো কাপই শেষ। তার পরে পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবেন এই তারকা মিডফিল্ডার। উল্লেখ্য, ২ জুন বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল।
[আরও পড়ুন: আইপিএল যেন ভারতের হয়ে খেলার শর্টকাট না হয়, বোর্ডকে সাবধানবাণী গম্ভীরের]
দেশের জার্সিতে ২০১৪ বিশ্বকাপ জিতেছেন ক্রুজ। আর্জেন্টিনাকে হারিয়ে সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। ক্লাব ফুটবলে দারুণ সফল তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে তিন বার বুন্দেশলিগা খেতাব জেতেন ক্রুস। রিয়াল মাদ্রিদের হয়ে চার-চারটি লা লিগা খেতাব জেতেন তিনি। বায়ার্ন ও রিয়ালের হয়ে মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতেন ক্রুস। কেরিয়ারে মোট খেতাব জিতেছেন ৩২টি। ফুটবলমাঠকে বিদায় জানানোর আগে আরও দুটি খেতাব জেতার সুযোগ রয়েছে তাঁর সামনে। ক্রুসের ফুটবলজীবন বেশ বর্ণময়ও বটে। জার্মান স্লাইপার টনি ক্রুসের বয়স এখন ৩৪। তাঁর থেকেও বেশি বয়সে খেলে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিও মেসিরা। টনি ক্রুস অবশ্য সেই রাস্তা নেননি। সরে যাওয়ার মুহূর্তটা নিজেই স্থির করলেন।
জার্মান তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ১৭ জুলাই, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার দিনটি স্মরণীয়। ওই দিনটা আমার জীবন বদলে দিয়েছিল। ফুটবলার হিসেবে তো বটেই, সেই সঙ্গে মানুষ হিসেবেও আমাকে বদলে দিয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল। দশ বছর পরে, চলতি মরশুমের শেষে সেই অধ্যায় শেষ হতে চলেছে।
একই সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষে সক্রিয় ফুটবলার হিসেবে আমার কেরিয়ারও শেষ হতে চলেছে। আমি সবসময়ে বলে এসেছি, রিয়াল মাদ্রিদই আমার শেষ ক্লাব। আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। ফর্মের শিখরে থাকতে থাকতে সরে যাওয়াই শ্রেয় বলে মনে করতাম। সেই সিদ্ধান্ত নিজেই নিয়েছি। রিয়াল প্রেসিডেন্ট সের্জিও পেরেজ জার্মান তারকার অবসর প্রসঙ্গে বলেছেন, ''টনি ক্রুস রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার। এই ক্লাব তাঁর ঘর।''
২০২১ ইউরোর পরই অবসর নিয়েছিলেন তিনি। ক্রুস অবসর নেওয়ায় ২০২২ বিশ্বকাপে খেলেননি। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের কোচ ইউলিয়ান নাগলসমানের অনুরোধেই অবসর ভেঙে ফেরেন। মঙ্গলবার জার্মান মিডফিল্ডার জানিয়ে দিলেন, ইউরো খেলেই ফুটবল থেকে সরে দাঁড়াবেন তিনি।