shono
Advertisement
Thomas Müller

কেরিয়ার সায়াহ্নে বায়ার্ন মিউনিখের সঙ্গে গন্ডগোল? ২৫ বছরের সম্পর্কে ইতি টানলেন মুলার

এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ।
Published By: Prasenjit DuttaPosted: 05:17 PM Apr 05, 2025Updated: 05:17 PM Apr 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ার্ন মিউনিখের সঙ্গে তাঁর সম্পর্ক দু'দশকেরও বেশি। ২৫ বছরের দীর্ঘ এই যাত্রা এবার সমাপ্ত হতে চলেছে। বায়ার্ন ছাড়তে চলেছেন টমাস মুলার। তাঁর সঙ্গে বায়ার্ন মিউনিখের নাম একই পঙক্তিভুক্ত। ফুটবলার জীবনে জার্মানির পর একমাত্র বায়ার্ন মিউনিখেরই জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। সুতরাং এক দীর্ঘ অধ্যায় শেষ হতে চলেছে। এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ। 

Advertisement

শনিবার বিদায়ী বার্তা দেন মুলার। বিশ্বকাপজয়ী এই ফরওয়ার্ড বলেন, 'এই দিনটা অন্যান্য দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের ফুটবলার হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই মরশুমে শেষ হতে চলেছে। অসাধারণ এক যাত্রা ছিল। এখানে দারুণ সব অভিজ্ঞতা অর্জন করেছি। অনবদ্য সব লড়াইয়ের কথা মনে পড়ছে। দুর্দান্ত সব জয়ে ভরা এই সফর।'

তাছাড়াও তিনি লেখেন, 'প্রিয় ক্লাবের সঙ্গে কেরিয়ার গড়তে পেরে খুশি। ক্লাবের প্রতি কৃতজ্ঞতা। ক্লাব এবং সমর্থকদের সঙ্গে সংযোগ থাকবে।' জার্মানির হয়ে ২০১৪ সালে বিশ্বকাপ জেতেন মুলার। তিনি বায়ার্নের সিনিয়র দলের হয়ে প্রথম খেলেন ২০০৮-০৯ মরশুমে। এরপর টানা ১৮ বছর ধরে ক্লাবের সুখদুঃখের সাথি। বায়ার্ন মিউনিখ ছোটবেলার ছবি-সহ মুলারকে নিয়ে একটা ভিডিও এক্স হ্যান্ডলে শেয়ার করে লেখে, 'তোমার প্রতি শ্রদ্ধা। তোমাকে প্রণাম জানাই, টমাস।'

৩৫ বছরের এই ফুটবলার বুন্দেশলিগায় ১৫০টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৭৪৩ ম্যাচে ২৪৭টি গোল রয়েছে কিংবদন্তি এই ফুটবলারের নামে। তাছাড়াও ১২টি বুন্দেশলিগা, ২টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন অসংখ্য শিরোপা। ঝুলিতে রয়েছে দু'টি ফিফা ক্লাব বিশ্বকাপও। চলতি মরশুমে তাঁকে বেশিরভাগ ম্যাচেই রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে। সাফল্যও সেভাবে পাননি। সম্প্রতি তাঁকে সমর্থকদের কাছ থেকে অপমানও সহ্য করতে হয়েছিল। জানা গিয়েছিল, মুলারের ইচ্ছা থাকলেও বায়ার্ন মিউনিখও নতুন করে তাঁর সঙ্গে চুক্তি করতে চাইছিল না। তাই এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বায়ার্ন মিউনিখের সঙ্গে তাঁর সম্পর্ক দু'দশকেরও বেশি।
  • ২৫ বছরের দীর্ঘ এই যাত্রা এবার সমাপ্ত হতে চলেছে।
  • বায়ার্ন ছাড়তে চলেছেন টমাস মুলার।
Advertisement