shono
Advertisement
Mohun Bagan

'আপনার আবেগ আর পরিকল্পনায় মোহনবাগানের সাফল্য', দ্বিমুকুট জয়ের পর গোয়েঙ্কাকে খোলা চিঠি টুটু বোসের

ভারতের সেরা দল মোহনবাগানের পরবর্তী লক্ষ্য এশিয়া, জানালেন ক্লাব সভাপতি।
Published By: Arpan DasPosted: 05:28 PM Apr 13, 2025Updated: 07:27 PM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা যুবভারতীতে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল কাপ জিতে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan) । এর আগে রেকর্ড গড়ে জিতেছে লিগ শিল্ডও। দ্বিমুকুট জয়ের সাফল্যের সময়ে উপস্থিত ছিলেন সুপার জায়ান্টসের প্রেসিডেন্ট সঞ্জীব গোয়েঙ্কাও। আর ঐতিহাসিক দ্বিমুকুট জয়ের পর গোয়েঙ্কার উদ্দেশ্যে চিঠি দিলেন মোহনবাগান সভাপতি স্বপনসাধন বোস (Swapan Sadhan Bose) । যেখানে তিনি লিখেছেন, মোহনবাগানের ঐতিহাসিক সাফল্যের পিছনে রয়েছে গোয়েঙ্কার আবেগ ও সুচিন্তিত পরিকল্পনা।

Advertisement

প্রিয় সঞ্জীব 'ভাই'য়ের উদ্দেশ্যে খোলা চিঠিতে মোহনবাগান (Mohun Bagan) সভাপতি টুটু বোস (Tutu Bose) লিখেছেন, 'আমাদের মোহনবাগান ক্লাবকে ঐতিহাসিক দ্বিমুকুট জিততে দেখে গর্বিত। তার থেকেও গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা- আবেগ, ভালোবাসা আর সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে এই সাফল্য আসে না। অত্যন্ত আনন্দের সঙ্গে দলের সকলকে অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় ফুটবল জগতে আমাদের পারফরম্যান্স ও সাফল্যের নেপথ্যে আপনার পরিকল্পনা, নেতৃত্ব ও দায়বদ্ধতা রয়েছে। অসাধারণ পরিকাঠামোর জন্য ক্লাবের মান শুধু বাড়েনি, আমাদের সমর্থকরাও আজ গর্বিত।'

তাঁর সঙ্গে স্বপনসাধন বোস লিখেছেন, 'আমি দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাই। দ্বিমুকুট জয় প্রমাণ করে, আপনার নেতৃত্বে কীভাবে আবেগকে মাথায় রেখে পরিকল্পনামাফিক দল এগিয়েছে। আমি গর্বিত যে এক সময় অনেক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আমার মাতৃসম ক্লাব আপনার সঙ্গে হাত মিলিয়েছিল। সেটা আমার জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। সৃঞ্জয় বোসের নেতৃত্বাধীন কার্যকরী সমিতিও এই ঐতিহাসিক সিদ্ধান্তে আমাদের পূর্ণ সমর্থন জানিয়েছিল।

এখানেই থামেননি তিনি। মোহনবাগান সভাপতির বার্তা, 'আপনার নেতৃত্বে এক নতুন যুগের সূত্রপাত হয়েছে। মোহনবাগানের বহু প্রজন্মের সমর্থকদের আনন্দ আজ দলের জন্য উচ্ছ্বাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা এখানেই থামব না। মোহনবাগান এখন ভারতের সেরা দল। আমাদের পরবর্তী লক্ষ্য এএফসি। এই জয় আমাদের ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে চলার নতুন সোপান।' আর সব শেষে অবশ্যই রয়েছে 'জয় মোহনবাগান'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভরা যুবভারতীতে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল কাপ জিতে নিয়েছে মোহনবাগান। এর আগে রেকর্ড গড়ে জিতেছে লিগ শিল্ডও।
  • ঐতিহাসিক দ্বিমুকুট জয়ের পর গোয়েঙ্কার উদ্দেশ্যে চিঠি ছিলেন মোহনবাগান সভাপতি স্বপনসাধন বোস।
  • যেখানে তিনি জানালেন, মোহনবাগানের ঐতিহাসিক সাফল্যের পিছনে রয়েছে গোয়েঙ্কার আবেগ ও সুচিন্তিত পরিকল্পনা।
Advertisement