shono
Advertisement
UEFA EURO 2024

'রাঙিয়ে দিয়ে যাও...' শেষবার ইউরোতে নামতে চলেছেন যে পাঁচ মহাতারকা!

Published By: Arpan DasPosted: 05:15 PM Jun 14, 2024Updated: 05:15 PM Jun 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স একটা সংখ্যামাত্র। সেটা বারবার প্রমাণ করেছেন ফুটবল তারকারা। দেড় দশকের বেশি সময় ধরে ফুটবলবিশ্ব শাসন করেছেন রোনাল্ডো, মদ্রিচরা। তাঁদের দেখে বড় হয়েছে একটা গোটা প্রজন্ম। এবার কি ব্যাটন বদলানোর সময়? আসন্ন ইউরো কাপে (UEFA Euro 2024) হয়তো শেষবার মাঠে ফুল ফোটাবেন তাঁরা। একনজরে দেখে দেওয়া যাক পাঁচ ফুটবলারকে, যাঁরা সম্ভবত শেষবার ইউরোতে নামতে চলেছেন।

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: তিনি ইউরোপের ক্লাব ফুটবল ছেড়েছেন বছর দেড়েক হল। কিন্তু আজও তাঁর রেকর্ড অক্ষুণ্ণ রয়েছে। আল নাসরে যে দাপটে ফুটবল খেলছেন, কে বলবে তাঁর বয়স ৩৯! সৌদিতে ৩১ ম্যাচে ৩৫ গোল করেছেন। ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। তার পরের ইউরো আর বিশ্বকাপে খালি হাতে ফিরতে হয়েছে। এবার কি ফের ইউরোপ সেরা হবে পর্তুগাল? সেই রোনাল্ডোই (Cristiano Ronaldo) আশা-ভরসা তাঁদের। সঙ্গে রয়েছেন আর এক 'বুড়ো ঘোড়া' পেপে।

লুকা মদ্রিচ: আজও তিনি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডের স্তম্ভ। ৩৮ বছর বয়সেও সারা মাঠ দাপিয়ে খেলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ (Luka Modric)। সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তিনি। মেসি-রোনাল্ডোর জমানাতেও হাতে উঠেছে ব্যালন ডি'ওর সম্মান। কিন্তু দেশের হয়ে এখনও ট্রফি ওঠেনি তাঁর হাতে। বিশ্বকাপে সেরা প্লেয়ারের সম্মান পেলেও ট্রফির খুব কাছ থেকে ফিরতে হয়েছে। এবার ইউরো জিততে মদ্রিচই ভরসা ক্রোয়েশিয়ার।

[আরও পড়ুন: ঘরের মাটিতে ইউরো জয়ের লক্ষ্যে নামছে ক্রুজ-মুসিয়ালারা, একনজরে জার্মানির শক্তি-দুর্বলতা]

ম্যানুয়েল নয়্যার: সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে নেই জার্মানি। ফর্মে নেই তাদের সেরা গোলকিপার নয়্যারও (Manuel Neuer)। চোট-আঘাতের সমস্যাও ভুগিয়েছে তাঁকে। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আর ফিরেই জার্মানির গোলপোস্টের তলায় ৩৮ বছর বয়সি তারকা। অথচ রিজার্ভে বসে আছেন টের স্টেগানের মতো গোলকিপার। যা নিয়ে বিতর্কও রয়েছে। ফলে ইউরোতে ট্রফি জেতার সঙ্গে তাঁর কাছে সুযোগ থাকছে সমালোচকদের যোগ্য জবাব দেওয়ার। যে লড়াইয়ে তিনি সঙ্গে পাবেন ৩৪ বছর বয়সি সতীর্থ থমাস মুলারকে।

অলিভার জিরু: ফ্রান্সের সবচেয়ে বেশি গোলদাতা জিরু (Olivier Giroud)। দেশের হয়ে ৫৭টা গোল রয়েছে তাঁর। বিশ্বকাপও রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু ইউরো জেতা হয়নি। ৩৭ বছর বয়সি ফরাসি তারকার গতি আরও স্লথ হয়েছে। কিন্তু হেডে লক্ষ্যভেদ করতে আজও অপ্রতিরোধ্য। ফ্রান্সের আক্রমণভাগের মূল 'টার্গেট ম্যান' তিনি। ইউরোতে নিশ্চয়ই জ্বলে উঠতে চাইবেন জিরু।

[আরও পড়ুন: ইউরো উদ্বোধনে স্কটল্যান্ডের সামনে জার্মানি, গুন্দোগান ধাঁধার সমাধান খুঁজছেন নাগেলসমান]

রবার্ট লেওয়ানডস্কি: বায়ার্ন থেকে বার্সেলোনায় এসেছিলেন লেওয়ানডস্কি (Robert Lewandowski)। কিন্তু ইউরোপ সেরার দাবিদার হয়ে উঠতে পারেননি। এমনকী সেরা ফর্মেও পাওয়া যায়নি ৩৫ বছর বয়সি স্ট্রাইকারকে। ইউরোর যুদ্ধেও প্লে অফ খেলে উঠতে হয়েছে। পোল্যান্ডের সমস্ত আশা-ভরসা এখন লেওয়ান'গোল'স্কি। তবে সম্প্রতি চোট পেয়েছেন তিনি। সেটাও চিন্তার বিষয় হয়ে উঠতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স একটা সংখ্যামাত্র। সেটা বারবার প্রমাণ করেছেন ফুটবল তারকারা।
  • দেড় দশকের বেশি সময় ধরে ফুটবলবিশ্ব শাসন করেছেন রোনাল্ডো, মদ্রিচরা।
  • এবার কি ব্যাটন বদলানোর সময়? আসন্ন ইউরো কাপে হয়তো শেষবার মাঠে ফুল ফোটাবেন তাঁরা।
Advertisement