সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরো ২০২৪ (UEFA Euro 2024) -এর পরে বুট জোড়া তুলে রাখবেন। ইউরোর বল গড়ানোর আগেই জানিয়েছিলেন জার্মানির তারকা ফুটবলার টনি ক্রুস(Toni Kroos)। শুক্রবার স্পেনের কাছে হেরে ঘরের মাঠে জার্মানির স্বপ্ন ভেঙে গেল। স্পেন পৌঁছে গেল শেষ চারে। জার্মানি বিদায় নিল টুর্নামেন্ট থেকে। সেই সঙ্গে টনি ক্রুসের বর্ণময় ফুটবল কেরিয়ারও শেষ হয়ে গেল।
অবসর ভেঙে জার্মানিকে ইউরোপ-সেরা করার স্বপ্ন নিয়ে ফিরে এসেছিলেন ক্রুস। দীর্ঘ ফুটবল জীবনে সব বড় খেতাব জেতা হয়ে গেলেও ইউরো জেতা হল না।
[আরও পড়ুন: অভিষেকেই কোপার শেষ চারে, ইতিহাস গড়ে মেসিদের মুখোমুখি কানাডা]
বায়ার্ন মিউনিখে কম পারিশ্রমিকে খেলেছেন টনি ক্রুস। লোনে বেয়ার লেভারকুসেনের হয়েও খেলেছেন। বায়ার্ন মিউনিখ যাঁকে চিনতে পারেনি ঠিকভাবে, তাঁকে নিয়ে রিয়াল মাদ্রিদ ফুল ফুটিয়ে গেল।
২০১৪ সালের বিশ্বকাপ জিতে রিয়ালে নতুন এক অধ্যায় শুরু করেছিলেন ক্রুস। রিয়াল জার্সিতে মাঝমাঠ সামলাতেন। ক্রমে মাদ্রিদের বিখ্যাত ক্লাবের মিথ হয়ে ওঠেন।
রিয়ালের ১৫-তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পিছনে অবদান রয়েছে ক্রুসের।
২০২১ সালের ইউরো কাপের পরই অবসর নিয়েছিলেন তিনি। ক্রুস অবসর নেওয়ায় ২০২২ বিশ্বকাপে খেলেননি। ইউলিয়ান নাগলসমানের অনুরোধেই অবসর ভেঙে ফেরেন ক্রুস। শেষটা আর মধুর হল না। জার্মানি ছিটকে গেল। ইউরো অধরাই থেকে গেল ক্রুসের কাছে।